ওয়েব ডেস্ক: আজকের দিনে আর মানুষ ছাড়া থাকে কোথায়! সবার হাতেই শত কাজের মাঝেও ধরা থাকে মোবাইল ফোন। আর বিভিন্ন নেটওয়ার্ক কোম্পানি এত টক টাইম অফার দেয়, যে ওই লোভনীয় টক টাইমটাও নিতে হয়। আর ফোনে যদি টক টাইম থাকেই, তাহলে আর প্রিয়জনের সঙ্গে কথা বলা বন্ধ হবে কেন? তাই কাজ করতে করতেই প্রিয়জনের সঙ্গে অনর্গল কথা বলে যাওয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিল নিয়ে সেহবাগের দুর্দান্ত টুইট!


এই বিষয়েই এবার সতর্ক করছেন গবেষকরা। তাঁরা বলছেন, অন্য যা কিছু করুন করুন। কিন্তু শপিংয়ের সময় মোবাইল ফোনে কথা বলতে থাকলে আপনার শপিং মোটেই ভালো হবে না। আপনি হয় ঠকবেন। অথবা দরকারি জিনিস কিনতে ভুল করবেন। মোদ্দা কথা, এমনি সময়ে আপনি যেমন শপিং করে থাকেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে আপনি কিছুতেই সেরকম শপিং করতে পারবেন না। তাই, এবার থেকে মেনে চলুন কথাটা।


আরও পড়ুন  কোন টাকা তৈরি করতে কত টাকা খরচ হয় জানুন