নিজস্ব প্রতিবেদন: থানার লকআপের সামনে নেচে নেচে ভিডিয়ো করছেন এক যুবতী। অভিনয়, নাচের মাঝে হঠাৎ যেন একটু সতর্ক হয়ে থমকে গেলেন! তার পর আবার স্বাভাবিক ছন্দে শেষ করলেন ভিডিয়োটি। কে এই যুবতী? থানার ভিতরে কী করছেন তিনি? জানা গেল ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর। ভিডিয়োটি ভাইরাল হতেই বরখাস্ত হতে হল এক পুলিসকর্মীকে। জানা গিয়েছে, TikTok ভিডিয়োর ওই যুবতী উত্তর গুজরাটের মহেসানা জেলার এক পুলিসকর্মী। নাম, অল্পিতা চৌধুরী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তেই সেটি নজরে পড়ে রাজ্যের পুলিস প্রশাসনের। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২০ জুলাই এই বিতর্কিত ভিডিয়োটি TikTok-এ আপলোড করেছেন অল্পিতা। রাজ্য পুলিসের ডিএসপি জানান, শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অল্পিতাকে।



আরও পড়ুন: চুরি করে প্লেন ওড়ানোর চেষ্টা ১৩ বছরের কিশোরের! ধরা পড়ে মিলল প্রশিক্ষণের প্রস্তাব


ভিডিয়োর জেরে বরখাস্ত হতে হয়েছে বটে, তবে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ‘বিখ্যাত’ হয়ে গিয়েছেন অল্পিতা। TikTok-এ তাঁর ফলোয়ার সংখ্যা ১৪ হাজার থেকে বেড়ে রাতারাতি ৩৫ হাজারে পৌঁছে গিয়েছে। ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাঁর ফলোয়ারের সংখ্যা।