ওয়েব ডেস্ক: বহু বছর ধরে পছন্দের খাবারের তালিকায় বেশ শক্তপোক্ত জায়গা করে নিয়েছে স্যান্ডউইচ । বহু মানুষ এই খাবারটি খেতে খুবই পছন্দ করেন। আর বাচ্চারা স্যান্ডউইচ পেলে আর কিছু চায় না। স্যান্ডউইচ এমন একটা খাবার, যা আপনি বাচ্চাদের যেকোনও সময়ে দিতে পারবেন। আর তারা মহা আনন্দে সেটা খেয়ে নেবে। তবে রোজ রোজ একই ধরনের স্যান্ডউইচ আবার তাদের একঘেয়ে লাগতে পারে। তাই আজ শিখে নিন এমন এক ধরনের স্যান্ডউইচ , যা বম্বে বা মুম্বইতে খুব জনপ্রিয়। বম্বে চিজ স্যান্ডউইচ । শুনে মনে হতে পার, খুব কঠিন এটা বানানো। কিন্তু আসলে তা একেবারেই নয়। বরং খুব সহজ। শিখে নিন আর বাচ্চাকে এখনই বানিয়ে দিন।


বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন ‘ম্যাঙ্গো আইসক্রিম’


কোন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার সঙ্গী প্রতারণা করছে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING