নিজস্ব প্রতিবেদন: দেশের অন্যতম বড় ইন্স্যুরেন্স সংস্থা এলআইসি ২১,০০০ কোটি টাকার পাবলিক অফারের জন্য শেয়ার প্রতি ৯০২-৯৪৯ টাকা দাম নির্ধারণ করেছে। সূত্র মারফত জানা গেছে ৪ মে এই শেয়ার খোলা হতে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, জীবন বীমা কর্পোরেশন (LIC) পলিসিধারীদের জন্য ৬০ টাকা এবং খুচরো বিনিয়োগকারী এবং কর্মচারীদের জন্য ৪০ টাকা ছাড় দেবে।


ইস্যুটি ৪ মে সাবস্ক্রিপশনের জন্য খোলার সম্ভাবনা রয়েছে এবং ৯ মে বন্ধ হবে বলে মনে করা হচ্ছে।


ফেব্রুয়ারি মাসে সরকার ৫ শতাংশ অথবা বীমা ৩১.৬ কোটি শেয়ার বিক্রি করার পরিকল্পনা করে। সেবির কাছে সেই সংক্রান্ত খসড়া কাগজপত্রও জমা করে সরকার।


আরও পড়ুন: Akshay Tritiya 2022: এবার অক্ষয় তৃতীয়ায় ঠিক কোন সময়ে সোনা কিনলে সংসারে অক্ষয় হবে লক্ষ্মীশ্রী, জানেন?


যদিও, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বাজারের অস্থিরতার সৃষ্টি হয়। সেই কারণে আইপিও-র পরিকল্পনা সমস্যার সম্মুখিন হয়। 


গত সপ্তাহে, সরকার ইস্যুর পরিমাণ ৩.৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)