নিজস্ব প্রতিবেদন: লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (LIC) প্রাথমিক পাবলিক অফার (IPO) বুধবার খুলতে চলেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাবলিক ইস্যুটি ৯ মে বন্ধ হবে। ইন্স্যুরেন্স সংস্থা জানিয়েছে যে এটি আইপিওর আগে অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৫,৬২৭ কোটি  টাকা পেয়েছে।


LIC IPO-র প্রাইস ব্যান্ড হল প্রতি ইক্যুইটি শেয়ারে ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকা।


LIC পলিসি যাদের আছে তারা প্রতি ইক্যুইটি শেয়ারে ৬০ টাকা ছাড় পাবেন। খুচরো বিনিয়োগকারী এবং কর্মচারীরা প্রতিটি শেয়ারে ৪৫ টাকা ছাড় পাবেন বলে জানানো হয়েছে।


আরও পড়ুন: Optical Illusion: কোন দিকে যাচ্ছে সিঁড়ি? ছবি দেখে বলতে পারবেন সঠিক উত্তর?


এলআইসি আইপিওতে, সরকার তার ২২,১৩,৭৪,৯২০টি শেয়ার বিক্রি করছে। বিনিয়োগকারীরা LIC IPO-তে সরাসরি এবং ডিজিটাল দুইভাবেই আবেদন করার সুযোগ পাচ্ছেন। এমনকি গ্রে মার্কেটেও শেয়ারের দাম বাড়ছে। ভারত সরকার তার IPO অফার থেকে ২১,০০৮ কোটি টাকা তুলতে চায়। যা সম্পূর্ণরূপে ১০০ শতাংশ OFS (অফার ফর সেল)।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)