Optical Illusion: কোন দিকে যাচ্ছে সিঁড়ি? ছবি দেখে বলতে পারবেন সঠিক উত্তর?

সর্বাধিক বিভ্রম সৃষ্টি করছে সাতটি সিঁড়ি

Updated By: May 4, 2022, 08:02 AM IST
Optical Illusion: কোন দিকে যাচ্ছে সিঁড়ি? ছবি দেখে বলতে পারবেন সঠিক উত্তর?

নিজস্ব প্রতিবেদন: শিল্পীরা প্রায়ই মানুষের মনকে চ্যালেঞ্জ করার জন্য অপটিক্যাল ইলিউশনের শক্তি ব্যবহার করেন। শৈল্পিক সৃজনশীলতা আমাদের ছবি দেখতে বাধ্য করে বহুবার। কখনও কখনও কিছু ছবিতে যা দেখা যায় তা আসলে নেই। এটা বুঝতে হলে আমাদের মনের ওপর একটু জোর দিতে হবে। এই ধরনের ছবিকে অপটিক্যাল ইলিউশন বলা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আরেকটি অপটিক্যাল ইলিউশন ছবি মানুষকে হতবাক করেছে।

আজকের অপটিক্যাল ইলিউশন এমন একটি ছবি নিয়ে যা আপনাকে বাস্তববধকে প্রশ্নের মুখে দাঁড় করাবে। নিচের ছবিটি দেখে নিন। সিঁড়ি কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছেন?

উপরের ছবিটি এমন একটি পৃথিবী দেখায় যেখানে মাধ্যাকর্ষণ নিয়ম প্রযোজ্য নয়। ডাচ গ্রাফিক শিল্পী MC Escher দ্বারা নির্মিত একটি লিথোগ্রাফ প্রিন্ট কিছু মানুষকে তাদের প্রতিদিনের কাজে দেখা যাচ্ছে। ছবিটি প্রতিটি মাধ্যাকর্ষণ উৎসের মধ্যে ১৬ জন লোক ছড়িয়ে আছে। একটিতে ছয়টি এবং অন্য দুটিতে দশটি। মাধ্যাকর্ষণ তিনটি উৎস একই জায়গায় দেখানো হয়েছে বলে বিভ্রম সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: Physical Intimacy: দিনের কোন সময়টা সঙ্গমের জন্য আদর্শ, জানেন?

সর্বাধিক বিভ্রম সৃষ্টি করছে সাতটি সিঁড়ি। আপনি যদি উপরের সিঁড়ির দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে দুইজন লোক এটি ব্যবহার করছে। একজন উঠছে এবং অন্যজন নামছে। ডানদিকের সিঁড়িতে, একজনকে উল্টোভাবে নিচে নামতে দেখা যায়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.