নিজস্ব প্রতিবেদন: LPG কনজিউমারদের জন্য সুখবর! এবার গ্রাহকদের অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে এই টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটা দীর্ঘ সময় জুড়ে সাবসিডির টাকা অ্যাকাউন্টে জমা পড়ছে কিনা তা নিয়ে গ্রাহকদের মনে সংশয় তৈরি হয়েছিল। আবার কারও কারও অ্যাকাউন্টে একাধিকবার সাবসিডিও পড়ছে বলেও অভিযোগ। নতুন করে সাবসিডি দেওয়া শুরু হতে না হতেই তা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে পড়তেও শুরু করেছে বলে বলা হচ্ছে। সাবসিডির পরিমাণের বিভিন্নতা নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। কেউ কেউ যখন ৭৯.২৬ টাকা করে পাচ্ছিলেন, কেউ কেউ তখন পাচ্ছিলেন ১৫৮.৫২ টাকা বা ২৩৭.৭৮ টাকা করে! 


কিন্তু এখন এবার বাড়িতে বসেই আপনি আপনার অ্যাকাউন্টে সাবসিডির টাকা জমা পড়ছে কিনা তা চেক করতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করুন।


১. প্রথমে www.mylpg.in. সাইট খুলুন


২. স্ক্রিনের ডানদিকে আপনি গ্যাস কোম্পানি ও গ্যাস সিলিন্ডারে ছবি দেখতে পাবেন


৩ এবার আপনার এলপিজি সার্ভিস প্রোভাইডার অনুসারে গ্যাস সিলিন্ডারের ফোটোর উপর ক্লিক করুন


৪ স্ক্রিনে একটা উইন্ডো খুলে যাবে


৫ প্রথমে 'সাইন-ইন'-য়ে ক্লিক করুন, পরে উপরে ডানদিকে 'নিউ ইউজার' অপশনে বেছে নিন


৬ যদি এখানে আপনার আইডি ইতিমধ্যেই থেকে থাকে তবে 'সাইন-ইন' করুন; যদি আইডি না থাকে 'নিউ ইউজার' অপশনে গিয়ে 'লগ ইন' করুন


৭ উইন্ডো খুলে যাবে, ডানদিকে 'ভিউ সিলিন্ডার বুকিং হিস্ট্রি'তে ক্লিক করুন


৮. এখানে দেখতে পাবেন কবে কোন সিলিন্ডারের উপর কতটা সাবসিডি আপনি পেয়েছেন


৯. আপনি যদি নতুন সিলিন্ডার 'বুক' করে থাকেন এবং তখনও পর্যন্ত সাবসিডির টাকা না পেয়ে থাকেন তা হলে 'ফিডব্যাক বাটনে' ক্লিক করুন


১০. সাবসিডি না পাওয়ায় আপনি 'কমপ্লেন'ও করতে পারেন


১১. এখানে অভিযোগ জানানোর টোল ফ্রি নম্বর আছে--18002333555; সেখানেও 'কল' করতে পারেন 


কেন সাবসিডি দেওয়া বন্ধ হয়ে যায়?


যদি আপনার অ্যাকাউন্টে সাবসিডির টাকা জমা না পড়ে, তবে আপনার জানা জরুরি, কেন তা পড়ছে না। 'এলপিজি গ্যাস সাবসিডি স্টেটাসে' গিয়ে এটা আপনি জানতে পারবেন। 


যাঁদের অ্যাকাউন্টে সাবসিডির টাকা জমা পড়ছে না, তাঁরা দেখুন, তাঁদের এলপিজি সংযোগে আধার লিঙ্ক করানো আছে কিনা। যাঁদের টাকা জমা পড়ছে না তাঁদের আর একটা বিষয়ও জানা জরুরি। বার্ষিক আয় ১০ লাখ টাকা বা তার বেশি হলে কিন্তু সাবসিডি' পাওয়া যায় না।


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Aadhaar Card: ১৬৬টি আধার সেবা কেন্দ্র খুলতে চলেছে UIDAI