নিজস্ব প্রতিবেদন: ম্যালেরিয়াকে 'মেজর গ্লোবাল হেলথ বার্ডেন' বলে মনে করা হয়। প্রতিবছর অন্তত ৩০-৫০ কোটি মানুষ এই রোগে আক্রান্ত হয়। মৃত্যুর হারও মন্দ নয়, মানে, যথেষ্ট ভীতিজনক। অ্যানোফিলিস মশা রক্তে যে প্যারাসাইট বা পরজীবী প্রবেশ করিয়ে দেয়, সেটিকে প্লাসমোডিয়াম বলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যালেরিয়ার মশা কামড়ালে রক্তে পরজীবী ঢুকে পড়ে। পরজীবীটি শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এটি লিভারের দিকে চলে যায়। সেখানে পরিপক্ক হওয়ার কয়েক দিন পরে এটি রক্তে প্রবেশ করে এবং লোহিত রক্তকণিকার ক্ষতি করতে শুরু করে। 


ম্যালেরিয়ার লক্ষণ 


ধুম জ্বর
কাঁপুনি দিয়ে জ্বর
শীত-শীত ভাব
বমি-বমি ভাব
মাথার যন্ত্রণা 


ম্যালেরিয়ার প্রতিরোধ 


১. সব সময়ে সচেতন থাকুন
২. হাতে পায়ে ইনসেক্ট রিপেল্যান্ট মেখে নিন
৩. যদি এমন কোনও জায়গায় যান যেখানে মশার উপদ্রব ঘটতে পারে, তবে অ্যান্টি-ম্যালেরিয়া ট্যাবলেট অবশ্যই সঙ্গে রাখুন
৪. রাতে শোওয়ার সময়ে মশারি ব্যবহার অভ্যেস করুন
৫. যদি কারও মধ্যে ম্যালেরিয়ার লক্ষণগুলি দেখা যায় তবে অপেক্ষা না করে দ্রুত চিকিৎসা শুরু করা জরুরি
৬. বাচ্চাদের নিরাপদে রাখার জন্য সম্ভব হলে তাদের ভ্যাকসিন দিয়ে নিন  


আফ্রিকা এশিয়া ও দক্ষিণ আমেরিকাতেই মূলত ম্যালেরিয়ার প্রাদুর্ভাব হয়। গরম আবহাওয়ায় এই রোগ বেশি ছড়িয়ে পড়ে। হাই অল্টিটিউডে সাধারণত ম্যালেরিয়ার প্রকোপ কম।


আরও পড়ুন: Vastu in Physical Relationships: বেডরুমে তীব্র শারীরিক মিলন চান? মেনে চলুন এই ক'টি নিয়ম


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)