জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতি মঙ্গলবারে হনুমানজির পুজো করলে দুর্ভাগ্য দূর হয়, জীবনে সুখ-শান্তি ও সৌভাগ্য আসে। মঙ্গলের অশুভ প্রভাব এড়াতেই প্রতি মঙ্গলবার বজরঙ্গবলীর পুজো করা জরুরি বলে উল্লেখ করে থাকেন জ্যোতিষবিদেরা। মঙ্গলবার দিনটি বজরঙ্গবলীর উদ্দেশ্যে নিবেদিত। এদিন হনুমানজির পুজোর কিছু নিয়মকানুন মানা হয়। যেমন হনুমানজির পুজোয় বোঁদে, লাড্ডু দিতেই হবে। হনুমানজিকে গাঁদা ফুল অর্পণ করলে দারুণ ফললাভ হয়। বজরঙ্গবলী সিঁদুর পছন্দ করেন। মঙ্গল ও শনিবার তাঁকে সিঁদুর নিবেদন করতে হয়। সিঁদুরে জুঁই তেল মিশিয়ে হনুমানজীর পায়ে অর্পণ করতে পারলে আরও ভালো। লাল রং হনুমানজির প্রিয়। এদিন তাঁকে লাল কাপড় নিবেদন করুন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Lakshmi Narayan Yog: চলছে লক্ষ্মী নারায়ণ যোগ! মা লক্ষ্মীর আশীর্বাদে স্বপ্নের অতীত আর্থিক লাভ কাদের?


মঙ্গলবার হনুমানজির পুজো করতে গিয়ে অনেকেই কিছু নিয়মের অন্যথা করে ফেলেন। এতে পুজোর ফল নষ্ট হয়। বজরঙ্গবলী রুষ্ট হন। 


তাই মঙ্গলবার হনুমানজির পুজো করতে গিয়ে নিম্নলিখিত কাজগুলি কখনওই করবেন না: 


১) এদিন সাত্ত্বিক আহার করা উচিত। আমিষ খাবার নয়। এদিন মদ্যপানও নয়


২) এদিন কখনওই কালো রঙের পোশাক পরবেন না  


৩) এদিন মহিলারা যেন কোনও ভাবেই কোনও প্রসাধনীদ্রব্য না কেনেন! সৌন্দর্যচর্চার সঙ্গে সম্পর্কিত কোনও জিনিস কেনা এদিন শুভ বলে বিবেচিত হয় না


৪) মঙ্গলবার চুল কাটা, নখ কাটা, দাড়িগোঁফ কামানোও অশুভ বলে মনে করা হয়


৫) মঙ্গলবার কারওর কাছ থেকে টাকা ধার নেবেন না, কাউকে টাকা ধারও দেবেন না


আরও পড়ুন: Guru Gochar: বৃহস্পতি ভরণী নক্ষত্রে! জেনে নিন সৌভাগ্যের সোনার দরজা খুলছে কোন কোন রাশির...


৬) মঙ্গলবার কখনও বঁটি-কাটারি, ছুরি-কাঁচি, এমনকি  কাঁটাচামচের মতো ধারালো বস্তুও কিনবেন না। মনে করা হয় এদিন ধারালো বস্তু দেওয়া-নেওয়ার ফলে পরিবারে অশান্তির সৃষ্টি হয় 


৭) এদিন নোনতা খাবার না খাওয়াই ভালো


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)