ওয়েব ডেস্ক : এভাবে বসাই এখন ট্রেন্ড । এটাই এখন হালফিলের ফ্যাশন । আর এভাবে বসাই নাকি মোক্ষম অস্ত্র! এভাবে বসে ফার্স্ট ডেটেই জমে উঠতে পারে প্রেম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বডি ল্যাঙ্গোয়েজ বুঝিয়ে দেয়, একে অপরের প্রতি কতটা অনুরক্ত। আর দু'পা জোড়া করে না বসে এভাবে বসাই নাকি আকর্ষণীয়। এমনই বলছে সমীক্ষা। ক্যালিফর্নিয়া ইউনিভার্সিটির এক অধ্যাপক এই সমীক্ষাটি চালান। আর সেখানে দেখা যায়, ছেলে কি মেয়ে, দু' পা জোড়া করে বসার থেকে পা ফাঁক করে একটু বেশি জায়গা নিয়ে বসলেই তা চোখ টানে সবার। উল্টোদিকের মানুষটার কাছে আকর্ষণীয় ব্যক্তিত্ব বলে মনে হয় তাঁকে।