নিজস্ব প্রতিবেদন: ভারতে ১৭ বছরের যাত্রাকে স্মরণীয় করে রাখতে সপ্তদশ বর্ষপূর্তিতে ২৭টি মেট্রো স্টোরের সবকটিতে অভূতপূর্ব সেল চালু করেছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি (Metro Cash & Carry)। ১ জুলাই থেকে শুরু হওয়া এই সেলে প্রায় সব ধরনের কেনাকাটাতেই মিলছে অবিশ্বাস্য রকমের ছাড়! খাদ্য সামগ্রী, ইলেকট্রনিক্স, ফ্যাশনের জিনিসপত্র ইত্যাদি হাজারেরও বেশি প্রোডাক্টের কেনাকাটায় ৭০ শতাংশেরও বেশি ছাড় পাওয়া যাবে এই সেলে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভূতপূর্ব ছাড় দেওয়ার পাশাপাশি ক্রেতাদের সুরক্ষায় বিশেষ নজর দিয়েছে মেট্রো। দেশের ২৭টি স্টোরের সবকটিতেই কঠোর ভাবে মেনে চলা হচ্ছে সামাজিক দূরত্ব-সহ করোনা সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে কার্যকর অন্যান্য সমস্ত স্বাস্থ্যবিধি। তাই আগের বেশি কিছু নিয়ম-কানুনে প্রবর্তন আনা হয়েছে। এছাড়াও, এপ্রিল মাসে ই-কমার্স অ্যাপ লঞ্চ করেছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি (Metro Cash & Carry)। অ্যাপের সাহায্যে কেনাকাটাতেও মিলবে একই রকম ছাড়ের সুযোগ। ফলে এড়ানো যাবে করোনা সংক্রমণের ঝুঁকি।


মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি (Metro Cash & Carry) ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও অরবিন্দ মেদিরাত্তা বলেন, “ভারতে মেট্রো চালু হওয়ার সময় থেকেই সংস্থা জোরালো ভাবে ‘ভোকাল ফর লোকাল’ নীতিতে ঙর করে ভারতীয় ব্র্যান্ডগুলিকেই সমর্থন করে আসছে। সারা ভারতের সমস্ত মেট্রো স্টোরগুলিতে বিক্রি হওয়া আমাদের ৯৯ শতাংশ সামগ্রিই ভারতে তৈরি।”


মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি (Metro Cash & Carry)-তে শুরু হওয়া এই বিশেষ সেল চলবে ১৬ অগাস্ট পর্যন্ত। মেট্রো স্টোরে ঢুঁ মারার আগে এক নজরে দেখে নিন মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে কোন ধরনের কেনাকাটাতে কত শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে...


আকর্ষণীয় অফার:


১) ফাইন লাইফের মত মেট্রোর নিজের ব্র্যান্ডে: ৬০% পর্যন্ত ছাড়।


২) ওয়ান্ডারশেফ প্রোডাক্টে: ৫৮% ছাড়।


৩) ৪ বার্নার গ্যাসটপ: ৭০% ছাড়।


৪) হাইয়ার এলইডি স্মার্ট টিভি (৫০ ইঞ্চি): ৫০% ছাড়।


৫) বেডশীটে বাই ওয়ান গেট ওয়ান অফার।


৬) পুমা জুতো: ৬৫% ছাড়।


৭) চাল, ডাল ইত্যাদিতে: ৪০% পর্যন্ত।


৮) জুস, ডেয়ারি ও প্রোসেসড ফুডে: ৫৫% পর্যন্ত।


৯) পার্সোনাল কেয়ার, ডিটারজেন্ট সমেত ক্লিনিং প্রোডাক্টে: ১৬ থেকে ৬৩%।


১০) ড্রাই ফ্রুটস: ৭৬% ছাড় এবং অন্যান্য আরও অনেক আকর্ষণীয় ছাড় মিলছে ১৬ অগাস্ট পর্যন্ত চলা এই সেলে।


মেট্রো হোলসেল অ্যাপ থেকে কেনাকাটা করলেও এই অফার এবং ছাড়গুলো পাওয়া যাবে (আই ও এস এবং অ্যান্ড্রয়েড)।