ওয়েব ডেস্ক: আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে চলে আসছে মাইক্রোসফটের নতুন স্মার্টঘড়ি। এই ঘড়ি ব্যবহারকারীর হৃদস্পন্দনের হিসেবও রাখবে বলে জানা গেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসন্ন ছুটির মরসুমে বাজার দখল করতে তড়িঘড়ি এই ঘড়ি প্রকাশ্যে আনটে চাইছে বিল গেটসের কোম্পানি। স্মার্ট ঘড়ির সমস্ত সুবিধার সঙ্গেই এই ঘড়ি খেয়াল রাখবে ব্যবহারকারীর স্বাস্থ্যেরও। হৃদস্পন্দন গোনার সঙ্গে সঙ্গেই স্টেপ গোনা, দৈনিক কত ক্যালোরি বার্ন হচ্ছে তারও হিসেব পাওয়া যাবে এই ঘড়ির মাধ্যমে।


টনা ২ দিন লাগাতার ব্যবহার করলেও অক্ষত থাকবে এই স্মার্ট ফোনের ব্যাটারি।


মাইক্রোসফটের উইনডোজ স্মার্ট ফোনের সমস্ত সুবিধাই পাওয়া যাবে এই স্মার্ট ঘড়িতে।