নিজস্ব প্রতিবেদনঃ কেন্দ্রীয় সরকার অর্থনৈতিকভাবে দুর্বল কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা শুরু করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল কৃষকদের আর্থিকভাবে শক্তিশালী করা। এই প্রকল্পের আওতায় প্রত্যেক কৃষককে বছরে ৬ হাজার টাকা দেওয়া হয়। এই টাকা পাওয়া যায় দুই হাজার টাকার তিনটি কিস্তিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য কৃষকদের যোগ্যতা নিশ্চিত করা হয়েছে। কিন্তু যদি কেউ কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা ভুল উপায়ে নিয়ে থাকেন, তাহলে তাকে টাকা ফেরত দিতে হবে। এর জন্য সরকারের পক্ষ থেকে সামাজিক অডিটও করা হচ্ছে। এর উদ্দেশ্য এমন ব্যক্তিদের চিহ্নিত করা, যারা এর যোগ্য নন কিন্তু টাকা পান।


উত্তরপ্রদেশ এবং বিহার সহ বহু রাজ্যে, প্রধানমন্ত্রী কিষান তহবিল ফেরানোর বিষয়ে গত কিছু দিনে নোটিশ পাঠানো হয়েছে। অনেকেই এই টাকা ফেরত দিচ্ছেন। কেউ যদি অন্যায়ভাবে নেওয়া টাকা ফেরত না দেন, তাহলে নির্ধারিত সময়সীমার পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। 


সরকারি তদন্তে এটাও জানা গিয়েছে 'প্রধানমন্ত্রী কিষাণ নিধি'-এর সুবিধা নিচ্ছেন এমন অনেক লোক কর দেন। এই ধরনের ব্যক্তিরা ভুয়ো উপায়ে এই প্রকল্পের সঙ্গে যুক্ত। সরকার ইতিমধ্যেই জানিয়েছে আয়কর প্রদানকারীরা এই প্রকল্পের জন্য যোগ্য নন।


আরও পড়ুনঃ Jagannath Dev Snana Yatra 2022: স্নানযাত্রাকে জগন্নাথের জন্মতিথি মনে করা হয়! এ দিন জগন্নাথ দর্শনে কী ফল হয় জানেন? 


সরকারি চাকরিজীবী, আয়কর প্রদানকারী কৃষক এবং স্বামী-স্ত্রী উভয়েই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। অর্থাৎ, যে কোনও পরিবারের শুধুমাত্র একজন ব্যক্তি এই প্রকল্পের জন্য যোগ্য। কিছু ক্ষেত্রে, এটাও জানা গেছে কৃষক না হওয়া সত্ত্বেও বহু মানুষ এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)