লকডাউনের বিকেলে ছাদে ঘুড়ি ওড়াচ্ছে বাঁদর! মুহূর্তে ভাইরাল হল ভিডিয়ো
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাঁদরের ঘুড়ি ওড়ানোর সেই ভিডিয়ো...
নিজস্ব প্রতিবেদন: লকডাউনে বিকালে মাঠে খেলা বন্ধ। তাই দেশের অনেক জায়গাতেই শিশু-কিশোররা বিকালে সময় কাটাচ্ছে ছাদে ঘুড়ি উড়িয়ে। সেরকমই বাড়ির ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল এক কিশোর। আর তখনই ঘটে অবাক কাণ্ড!
পাড়ার এক বাড়ির ছাদের কার্নিসে বসে থাকা বাঁদর এক লাফে মাথার উপর দিয়ে যাওয়া ঘুড়ির সুতো টেনে নেয়। তার পর সুতোর অপর দিক ছিঁড়ে নিজেই ঘুড়িটা টানতে শুরু করে। হাওয়া ভাল থাকায় দিব্যি আকাশে উড়তেও থাকে ঘুড়িটা। অন্যদিকে চেঁচামেচি করতে থাকে ঘুড়ির মালিক কিশোর। কিছুক্ষণ টেনে ঘুড়িটা নামিয়ে সেটা ছিঁড়ে ফেলে দিলেন বাঁদরবাবাজী। গোটা ঘটনার ভিডিয়ো করে ওই কিশোর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাঁদরের ঘুড়ি ওড়ানোর সেই ভিডিয়ো।
আরও পড়ুন: জানেন ‘সিঙ্গল ব্যাচেলর’দের কথা ভেবেই ১১৬ বছর আগে তৈরি হয়েছিল বিশ্বের প্রথম টি-শার্ট!
ভিডিয়োটি নিজের টুইটার থেকেই টুইট করেছেন এর আইএফএস অফিসার। ক্যাপশনে লেখেন, "লকডাউনের জেরে বিবর্তনের গতি বেড়ে গিয়েছে মনে হচ্ছে। বাঁদরেও ঘুড়ি ওড়াচ্ছে।"
ভিডিয়োটি টুইটারে এখনও পর্যন্ত প্রায় ৫৮৭ বার রিটুইট করা হয়েছে। লাইক করেছেন ২,৩০০-এরও বেশি মানুষ। সত্যি, বাঁদর যে এমন বাঁদরামি করবে কে জানত!