জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পশ্চিমবঙ্গে বা বাঙালি-অধ্যুষিত অঞ্চলে দুর্গাপুজো সাম্বৎসরিক এক পার্বণ, সব চেয়ে বড় পার্বণ। এরই সঙ্গে থাকে নবরাত্রির উদযাপনও। যা সাধারণত অ-বাঙালি অধ্যুষিত অঞ্চলেই জনপ্রিয়। যাই হোক না কেন, কী বাঙালির দুর্গাপুজো, কী অবাঙালির নবরাত্রি--দুটি উৎসবের সময়পর্বই সংশ্লিষ্টদের কাছে অতি পবিত্র হিসেবে মান্য। এই সময়টিকে উদযাপনের নানা পন্থা থাকে। ধর্মীয় আচার পালনের পাশাপাশি কেনা-কাটা, খাওয়া-দাওয়া, ঘোরা-বেড়ানো তো থাকেই; থাকে আরও নানা কিছু। এ সময়ে একটু অন্য ভাবেও দিনগুলি উদযাপন করা যায়। আর সেটা করতে গিয়ে আপনি একটু অন্য ভাবেও মা দুর্গার সঙ্গেও যুক্ত হতে পারেন। আর এভাবে আপনি আপনার ঘর-সংসারে আনতে পারেন মায়ের আশীর্বাদ। সেটা হল-- আপনার কন্যার নাম রাখতে পারেন মা দুর্গার নামে। মা দুর্গার নামে রাখতে পারেন আপনার সদ্যোজাত কন্যাসন্তানের নাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Durga Puja 2022: দেবতাদের ক্রোধাগ্নি ও তেজঃপুঞ্জ থেকে আবির্ভূত হলেন দেবী দুর্গা!


যদি আপনি চান, আপনার সদ্যভূমিষ্ঠ কন্যাটির নাম রাখবেন মা দুর্গার নামে, তবে হতাশ হতে হবে না। আমরা সকলে হয়তো জানি না, কিন্তু নেই-নেই করে মা দুর্গার রয়েছে ১০৮টি নাম। তার থেকে ৫০টি এখানে দেওয়া হল। নামের সেই বিরল তালিকা দেখে নিন, আর ঠিক করে নিন মায়ের কোন কোন নাম আপনি আপনার মেয়ের জন্য ভাবতে পারেন, তারপর কোনও একটি ঠিক করে ফেলুন: 


১) সতী 
২) স্বাধ্বী 
৩) ভবপ্রীতা 
৪) ভবানী 
৫) ভাবমোচনী 
৬) আর্যা
৭) জয়া
৮) চিত্রা 
৯) সুধা 
১০) চিত্তরূপা 
১১) অভয়া 
১২) রত্নপ্রিয়া 
১৩) অপর্ণা
১৪) অমেয়বিক্রমা
১৫) মাতঙ্গী 
১৬) ব্রাহ্মী
১৭) বৈষ্ণবী 
১৮) বারাহী 
১৯) লক্ষ্মী 
২০) নিত্যা 
২১) বহুলা 
২২) মহোদরী 
২৩) আদ্যা 
২৪) ত্রিনেত্রা
২৫) শূলধারিণী
২৬) পিনাকধারিণী
২৭) মহাতপা 
২৮) অনন্তা 
২৯) ভাবিনী
৩০) শাম্ভবী 
৩১) দেবমাতা 
৩২) দক্ষকন্যা
৩৩) অনেকবর্ণা
৩৪) ক্রুরা 
৩৫) সুন্দরী
৩৬) সুরসুন্দরী 
৩৭) বনদুর্গা 
৩৮) মাহেশ্বরী 
৩৯) ঐন্দ্রী 
৪০) কৌমারী
৪১) মহাগৌরী
৪২)কালরাত্রি
৪৩) ভদ্রকালী
৪৪) সাবিত্রী
৪৫) কাত্যায়নী
৪৬) নারায়ণী
৪৭) শিবদূতী
৪৮) বিষ্ণুমায়া
৪৯) প্রত্যক্ষা
৫০) চামুণ্ডা


ব্যস! আর কী! এবার তালিকাটা পড়ুন আর নিজের মেয়ের জন্য নামটা বেছে নিন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)