নিজস্ব প্রতিবেদন: এগিয়ে আসছে বর্ষশেষের রাত। মানুষ উদগ্রীব হয়ে আছেন পুরনো বছরটিকে বিদায় জানাতে। আর সেই বিদায় জানাবার প্রথম ধাপই হল প্রিয়জনকে এই লগ্নে বার্তা পাঠানো। এখন সবটাই সোশ্যাল মিডিয়া নির্ভর। মানুষ এখন হোয়াটসঅ্যাপ স্টিকার পাঠিয়েও প্রিয়জনকে শুভেচ্ছা জানাচ্ছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী ভাবে দারুণ সব হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড করবেন, জেনে নিন:


প্রথমে গুগল প্লে'তে যান এবং New Year 2022 stickers for WhatsApp টাইপ করুন


গুগল নানা স্টিকারের অপশন দেখাবে,
আপনার যেটা পছন্দ হবে সেটা বেছে নিন।


কোনও কোনও অ্যাপ অ্যানিমেটেড এবং কাস্টমাইজড স্টিকারও অফার করে। এগুলি থেকেও আপনি বেছে নিতে পারেন। তবে দেখে নিন সেটা ঠিকঠাক খুলছে কিনা।


চূড়ান্ত ভাবে বেছে নেওয়ার পরে এবার নিজের হোয়াটসঅ্যাপে যান, যাঁকে আপনি উইশ করতে চান তাঁর নামের চ্যাট উইন্ডোতে ঢুকে প্রথমে স্মাইলি আইকন দিন। এবার স্টিকার সেকশনে যান এবং ক্লিক করুন।


এবার আপনি আপনার বেছে নেওয়া স্টিকারটা এখানে দেখতে পাবেন। 


ব্যস হয়ে গেল। আপনার পছন্দের স্টিকার চলে গেল আপনার পছন্দের মানুষটির কাছে। সঙ্গে গেল আপনার মনের একমুঠো উষ্ণতা, ভালোবাসা ও অনুভূতি। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: New Year Quotes: বিশ্বের বিখ্যাত মানুষেরা কী বলেছেন নিউ ইয়ার নিয়ে?