সহজেই ১ টাকার বদলে ৪৫ হাজার টাকা পেতে চান? জানুন, কী ভাবে!
যদি আপনার পুরনো মুদ্রা বা টাকা সংগ্রহের নেশা থাকে তো কথাই নেই!
নিজস্ব প্রতিবেদন: ১ টাকার বদলে ৪৫ হাজার টাকা! মনে হচ্ছে গল্পকথা? না, বরং একটি বিশেষ জিনিস আপনার সংগ্রহে থাকলে অতি সহজেই আপনার জীবনে এটা ঘটতে পারে।
করোনা-উত্তর-সময়ে এই মন্দা-পর্বে বাড়়িতে বসেই রোজগার হয়ে যাবে। যদি আপনার পুরনো মুদ্রা বা টাকা সংগ্রহের নেশা থাকে তবে তো কথাই নেই! এমন অনেক ওয়েবসাইট আছে যার মাধ্যমে পুরনো অ্যান্টিক কয়েন বা টাকার বদলে আপনি লাখ টাকা পেতে পারেন। আপনি শুধু ছবি আপলোড করবেন। আপনার ছবি দেখে অনলাইন প্লাটফর্মে নানা জনে নানা দর দেবেন। স্বাভাবিক ভাবেই আপনি সর্বোচ্চ মূল্যের কলটি নেবেন আর আপনার মহার্ঘ বস্তুটি ভালো দামে বেচে দেবেন!
এখন যেমন ১৯৭৭-৭৯ সালের সময়-পর্বে মুদ্রিত এক টাকার নোটের খুব চাহিদা। এরকম একটি ১ টাকার নোট বেচে আপনি ৪৫,০০০ টাকা পর্যন্ত রোজগার করতে পারেন। আপনার কাছে কি আছে ওই সময়ের নোট? তবে, ওই নোটে থাকতে হবে হীরুভাই এম প্যাটেলের স্বাক্ষর। এই হীরুভাই এম প্যাটেল ছিলেন ১৯৭৭-৭৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের আমলে অর্থ মন্ত্রকের মুখ্যসচিব।
কী ভাবে বেচবেন এই পুরনো টাকা? এই ধাপগুলি অনুসরণ করুন।
-যে কোনও একটি অনলাইন সেলিং সাইট বেছে নিন
- সাইটে 'সেলার' হিসেবে নিজের রেজিস্ট্রেশন করিয়ে নিন
-অ্যাকাউন্ট খুলে গেলে নোটে'র দু'দিকের ছবি আপলোড করুন
-ছবির সঙ্গে আপনার মোবাইল নাম্বার ও ই-মেল আইডি ইত্যাদি দিন
শেষে একবার ভালো ভাবে দেখে নিন, আপনার দেওয়া সমস্ত তথ্য ঠিক আছে কিনা! ব্যস! হয়ে গেল। এবার ক্লিক করে বসে থাকুন। উল্টো দিক থেকে 'কল' আসা শুধু সময়ের অপেক্ষা।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: Indian coins: ১০ টাকার একটি কয়েনে ১০ লাখ জেতার সুযোগ, মানতে হবে এই শর্ত