নিজস্ব প্রতিবেদন: উৎসবের মরশুমে একের পর এক ঝাঁপ বন্ধ করছে বিদেশি ফ্রেঞ্চাইজি ম্যাকডোনাল্ডস। উত্তর-পূর্ব ভারতের ৮৪টি রেস্তরাঁয় ইতিমধ্যেই তালা ঝুলিয়েছে ম্যাকডোনাল্ডস। সমস্যার সম্মুখীন হচ্ছে দেশব্যাপী আরও ১৬০টি ম্যাকডনাল্ডস রেস্তরাঁ। ম্যাকডোনাল্ডসের সহযোগী রাধাকৃষ্ণ ফুডল্যান্ডের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিবাদের কারণে কাঁচামালের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় একের পর এক রেস্তোরাঁ বন্ধ হচ্ছে বলে দাবি ম্যাকডোনাল্ডসের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ‘কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামী’ বলে দাবি, জঙ্গি বুরহানের ছবি ছেপে ম্যাগাজিন বিক্রি পঞ্জাবে


ম্যাকডোনাল্ডসের তরফে জানানো হয়েছে, বড়দিন এবং বর্ষবরণের আগে চাহিদা যখন তুঙ্গে তখনই পরিষেবা বন্ধ করেছে রাধাকৃষ্ণ ফুডল্যান্ড। যার কারণে বিমান মারফৎ রেস্তোরাঁগুলিতে কাঁচামাল সরবরাহ করতে হচ্ছে তাদের। তবে এভাবে যে সমস্যা সমাধান সম্ভব নয়, সেকথাও জানিয়েছেন ম্যাকডোনাল্ডসের বাণিজ্যিক অংশীদার সিপিআরএল-এর কর্মকর্তা বিক্রম বক্সি। 


আরও পড়ুন- ১০৭ বছরের 'বার্থ ডে গার্ল'-কে ব্যাচলর রাহুলের উপহার 


রাধাকৃষ্ণ ফুডল্যান্ডের কর্ণধার পাল্টা জানিয়েছেন, "আমরা তিন তিনটি চিঠি দিয়ে আমাদের সমস্যার কথা জানিয়েছি। এমনকী নানা বৈঠকে বকেয়ার বিষয়টি জানানো হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি।"