ওয়েব ডেস্ক :  ঝিনুক বললেই প্রথমেই মনে আসে মুক্তোর কথা! সমুদ্রের ধার থেকে ঝিনুক কুড়োতে সবারই ভালো লাগে! কিন্তু, জানেন কি জল পরিষ্কার করতেও ‘ওস্তাদ’ ঝিনুক! অবাক হচ্ছেন? নিচের ছবিটা দেখুন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাশাপাশি ২টো কাঁচের ট্যাঙ্কে জল রাখা হয়েছিল। একইসময় একই জায়গা থেকে জল এনে রাখা হয়। তবে ডানদিকের ট্যাঙ্কটায় শুধু জল নয়। সেখানে বেশ অনেকগুলো ঝিনুকও রাখা হয়ে। এবার জলের ট্যাঙ্কগুলোকে বেশ কিছুদিন ফেলে রাখা হয় ফাঁকা জায়গায়। এরপরের ছবিটা তো আপনাদের সকলের সামনে...


বাঁদিকে কাঁচের ট্যাঙ্কের জল ঘোলা। কিন্তু, ডানদিকের ট্যাঙ্কটির জল স্বচ্ছ টলটলে। কারণ, ওই ট্যাঙ্কে রাখা ঝিনুকগুলো জলের নোংরা পরিষ্কার করে ফেলেছে। একজন পূর্ণবয়স্ক ঝিনুক প্রতিদিন ৫০ গ্যালন জল পরিষ্কার করতে পারে।