নিজস্ব প্রতিবেদন: নদীর জলে কোনওভাবে পড়ে গিয়েছিল বিশালাকায় আহত হাতিটি। অনেক চেষ্টাতেও জল থেকে উঠতে পারছিল না। বিষয়টি নজরে আসে এক দল গ্রামবাসীর। কারও অপেক্ষা না করে নিজেরাই দল বেঁধে জলে নেমে হাতিটিকে উদ্ধার করলেন তাঁরা। ঘটনাটি ঘটেছে  গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিয়োয় দেখা যাচ্ছে এক দল ব্যক্তি নদীর জলে নেমে একটি বিশালাকায় হাতিকে তোলার চেষ্টা করছে। দড়ি বেঁধে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে হাতিটিকে। অবশেষে সকলের চেষ্টায় নদীর পাড়ে হাতিটিকে তুলে ফেলতেও সক্ষম হয় গ্রামবাসীরা।



আরও পড়ুন: নভেম্বর, ডিসেম্বরে এই ১৪ দিন বন্ধ থাকবে সব ব্যাঙ্ক!


ভিডিয়োটি টুইট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এক অফিসার। গ্রামবাসীদের কুর্নিশ জানিয়ে তিনি লেখেন, "মানুষের জন্য সম্মান বাড়িয়ে দেবে এই ভিডিয়ো। একটি হাতি নদীর জলে খুব আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এভাবেই সবাই এগিয়ে আসেন ও হাতিটির প্রাণ বাঁচান। বিশালাকায় জন্তুটির সহযোগিতার কথাও না বললেই নয়।" গ্রামবাসীর মানবিকতাকে কুর্নিশ জানালেন নেটিজেনরাও।