ওয়েব ডেস্ক : সেই ছোট্টবেলায় হাতেখড়ির পর থেকেই লেখা শুরু। প্রথমে শ্লেটপাথরে চক হাতে গোটা গোটা অক্ষরে অ, আ, ই, ঈ... তারপর শ্লেট ছেড়ে রুল টানা খাতা। আর চক ছেড়ে পেন্সিল। এরপর একদিন সাদা খাতায় খসখস করে পেন দিয়ে পাতার পর পাতা লেখা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে, এক-একজন মানুষের হাতের লেখা এক একরকম। আর এই হাতের লেখা পড়াও যায়। হাতের লেখা পড়ার জন্য রয়েছে বিশেষজ্ঞরাও। প্রশ্ন, হাতের লেখা পড়ে হবেটা কী?


আসলে, কোন মানুষের হাতের লেখা কীরকম, তার উপরই নাকি বোঝা যায় সেই মানুষটি কেমন! তার মনে কী চলে? তাঁর মুড কেমন? তিনি কতটা উচ্চাকাঙ্ক্ষী? এখন একটা ছোট্ট কুইজ খেলে আপনি নিজেই পেয়ে যেতে পারেন এর উত্তর।


এখানে ক্লিক করে খেলুন কুইজটি