ওয়েব ডেস্ক: স্নেক, ক্যান্ডি ক্রাশ, মোটো জিপি, ফিফা, ক্রিকেট যুগ পেরিয়ে দুনিয়া এখন পোকেমনে মজে। মোবাইল গ্যামের বিবর্তনে সবথেকে আধুনিক গ্যামিং প্রোগ্রাম এখন পোকেমন গো। প্রথম বিশ্ব যারা প্রযুক্তিতেত উন্নতশীল দেশগুলোর তুলনায় প্রযুক্তিতে অন্তত ১০০ বছর এগিয়ে, সেই দেশে এখন চলছে পোকেমন ফিভার। মোবাইলে মোবাইলে পোকেমন খেলার ঢেউয়ে ভেসে যাচ্ছে আর সব মোবাইল গেম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অস্ট্রেলিয়া, আমেরিকা, নিউজিল্যন্ড অ্যাপেল ব্যবহারকারীরা এই গেম সবথেকে বেশি খেলছেন বলে দাবি WSJ রিপোর্টে। শুধু অ্যাপেল ব্যবহারকারীরাই নয় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যেও পোকেমনের 'ভাইরাস' ছড়িয়ে পড়ছে। 


পোকেমন আসলে একটি কার্টুন চরিত্র। ছোটদের কাছে আগাগোড়া থেকেই পোকমনে জনপ্রিয়তা ছিল আকাশাছোয়া। এবার ছোটদের কার্টুন চরিত্র মন জিতেছে বড়দের। পোকেমন গো, এবার ভারত, বাংলাদেশের মোবাইল গেমারদের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাচ্ছে।