ওয়েব ডেস্ক: নীল দুনিয়ার উঠতি তারকার রহস্য মৃত্যুতে স্তব্ধ লাস ভেগাস। গত বছর এপ্রিলে প্রেমিকের আত্মহত্যার পর পর্ন দুনিয়ায় এসেছিলেন ২০ বছরের অলিভিয়া নোভা। অল্প সময়ের মধ্যেই পর্নপ্রেমীদের পছন্দের তালিকাতেও নিজের জায়গা করতে সক্ষম হয়েছিলেন নীল ছবির এই নায়িকা। গত সোমবার মার্কিন দেশের পর্নশ্রী অলিভিয়া নোভার নিথর দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য মায়ানগরী লাস ভেগাসে। কীভাবে মৃত্যু হল অলিভিয়ার, এখনও অজানা পরিবারের। রহস্য মৃত্যুর কিনারা করতে তৎপর মার্কিন প্রশাসন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- প্রাপ্তবয়স্ক বর্ষে ফেসবুকে কন্ডোমের ছড়াছড়ি, স্বাগত সাবালকদের


উল্লেখ্য, পর্ন দুনিয়ায় ২০ বছর বয়সী অলিভিয়া একজন 'সুন্দরী মডেল' হিসেবেই প্রখ্যাতি অর্জন করেছিলেন। প্রাপ্ত বয়স্কদের কথা মাথায় রেখে নির্মিত ভিক্সেন, নটি আমেরিকা, এফটিভি গার্লস, নিউ সেনসেশনস, ব্রাজার্স, গার্লফ্রেন্ড ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে এই উঠতি তারকাকে। 


আরও পড়ুন- কানের লতিতে ১মিনিট লাগিয়ে রাখুন কাপড় মেলার ক্লিপ! পান পারফেক্ট যৌনতৃপ্তি