স্বরূপ দত্ত


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাঙালির চিরকালের আবেগের জায়গা রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর ছড়া, কবিতা, ছোট গল্প, নানা ধরণের লেখা পড়েই তো বাঙালি বড় হয়ে ওঠে। বাঙালির চরিত্র তৈরি হয়, রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়ে। তাঁর গান শুনে। রবীন্দ্র সঙ্গীতের থেকে ভালো কিছু এই পৃথিবীতে শোনার জন্য আর কিছু আছে নাকি! প্রায় তিন হাজার গান লিখেছেন তিনি! এই তথ্যটাতেই তো আমাদের মাথা ঘুরে যায়। মাথা ঘোরা কমানোতেও তখন চাই তাঁরই গান।


আরও পড়ুন জানেন আমাদের দেশে ঠিক কতগুলো এটিএম কাউন্টার আছে?


যাক, আজ একটা মজার প্রশ্ন করি। বলুন তো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কোন ঋতুর উপর ক'টি করে গান লিখেছেন? বেশ মজার কিন্তু। আপনি হয়তো জানেন। কিন্তু অনেকেরই জানা নেই। তাই নিজে ভালো করে জেনে নিন। তারপর অন্যকে জানাবেন। কবিগুরু হেমন্তকাল নিয়ে গান লিখেছেন মোট পাঁচটি। শীতকাল নিয়ে তিনি গান লিখেছেন এক ডজন বা ১২টি। কবিগুরু গ্রীষ্মকাল নিয়ে গান লিখেছেন, ২৫ টি। শরত্‍কাল নিয়ে তাঁর লেখা গানের সংখ্যা ৩০ টি। বসন্তকাল নিয়ে অবশ্য কবিগুরু অনেক বেশি গান লিখেছেন। রোম্যান্টিক এই ঋতু নিয়ে কবিগুরুর লেখা গানের সংখ্যা ৯৬ টি। তবে, রবীন্দ্রনাথ ঠাকুর সবথেকে বেশি গান লিখেছেন, বর্ষাকাল নিয়ে। বর্ষাকাল নিয়ে তাঁর লেখা গানের সংখ্যা ১১৫টি! তাহলেই বুঝুন, বর্ষাকাল কবিকে লেখার জন্য কতটা অনুপ্রাণিত করতো! শ্রাবণ ধারায়, শুধু আমার আপনারই প্রেমানুভূতি আসে না। কবিগুরুকেও মনে মনে রোমাঞ্চিত করতো একটু বেশিই। এই তথ্য অথবা পরিসংখ্যান, সেটাই যেন মনে করিয়ে দিচ্ছে।


আরও পড়ুন  সম্ভাবত, এমন শিল্পী আপনি কখনও দেখেননি