সম্ভাবত, এমন শিল্পী আপনি কখনও দেখেননি
আপনি কি ছবি আঁকতে খুব পছন্দ করেন? বা নিজেও ছবি আঁকেন? অথবা নিজে ছবিটা ভালো না আঁকতে পারলেও, ভালো শিল্পীর কদর বোঝেন? তাহলে আপনার জন্য রইলো দুর্দান্ত এক শিল্পীর ছবি। তার লেখা বা আঁকা যেমন দেখার, তেমনই শিল্পীকেও দেখার। আর এই শিল্পীকে একবার দেখলে আর ভুলতে পারবেন না তাকে।
![সম্ভাবত, এমন শিল্পী আপনি কখনও দেখেননি সম্ভাবত, এমন শিল্পী আপনি কখনও দেখেননি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/27/74397-seelionbaire27-12-16.jpg)
ওয়েব ডেস্ক: আপনি কি ছবি আঁকতে খুব পছন্দ করেন? বা নিজেও ছবি আঁকেন? অথবা নিজে ছবিটা ভালো না আঁকতে পারলেও, ভালো শিল্পীর কদর বোঝেন? তাহলে আপনার জন্য রইলো দুর্দান্ত এক শিল্পীর ছবি। তার লেখা বা আঁকা যেমন দেখার, তেমনই শিল্পীকেও দেখার। আর এই শিল্পীকে একবার দেখলে আর ভুলতে পারবেন না তাকে।
আরও পড়ুন প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে এই অজানা তথ্যটা দিলেন তাঁর মা
হ্যাঁ, এই নিচের ছবিতেই রয়েছে সেই শিল্পী। সে একটি সি লায়ন। ও থাকে জাপানের ইয়াকোহোমাতে। তাকে ছবি আঁকা শেখানো হয়েছে। আর সে দিব্যি ছবি এঁকে দিচ্ছে নানারকম। শুধু ছবিতেই সীমাবদ্ধ রাখেনি নিজেকে। সে এখন অল্পবিস্তর চিনা ভাষাও লিখতে পারে! বিশ্বাস না হলে, নিজেই দেখুন, কীভাবে মুখে তুলি ঝুলিয়ে দিব্যি চিনা হরফ লিখছে সে।
আরও পড়ুন স্মিথ বলছেন বটে কিন্তু বিরাটকে এভাবে আটকাতে পারবেন?