নিজস্ব প্রতিবেদন: যখন বাচ্চারা তাদের দাঁত হারায় তখন বাবা-মা তাদের বলেন, সেটা ইঁদুরের গর্তে ফেলে দিতে এবং ইঁদুরের কাছে শক্তপোক্ত একটি নতুন দাঁত চাইতে। এটুকুই সম্ভবত ইঁদুরের সঙ্গে বিজড়িত ভালো ব্যাপার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যথায়, ইঁদুর সব সময়ে বিপদের আভাসই দেয়। ইঁদুরের উৎপাত বাড়িতে শত্রুর উৎপাত বাড়বার ইঙ্গিত। ইঁদুর যদি ঘরের জিনিসপত্র কেটে দেয় এবং যদি তা কোনও ভাবে নিবারণ করা না যায় তবে বাড়িতে বড় কোনও সমস্যা ঘটতে চলেছে বলেও লোকবিশ্বাস।


যদি ইঁদুর আপনার জামাকাপড় কেটে ছিঁড়ে দেয় তা আপনার জন্য দুর্ভাগ্যের প্রতীক প্রতিপন্ন হতে পারে।


ইঁদুর যদি আপনার ঘরে-বারান্দায় সব সময়ে কুটকুট আওয়াজ করে যায় তবে সেটা কোনও না কোনও অমঙ্গলের সূচক। 


ইঁদুর যদি আপনার বেডরুমে ঝুলে ঝুলে ঘুরে বেড়ায় তবে প্রিয়জনের মৃত্যুসংবাদ আসার আশঙ্কা থাকেই। 


কোনও কোনও দেশে ইঁদুর বা 'র‌্যাট' শব্দটি উচ্চারণ করাই নিষিদ্ধ! সে দেশে কেউ যদি ভুল করেও এটি উচ্চারণ করে ফেলে তবে সঙ্গে সঙ্গে তাঁকে প্রায়শ্চিত্ত করতে হয়। প্রায়শ্চিত্তের তিনটি পথ-- 'র‌্যাট' বলবার সময়ে একটি কাঠের টুকরো স্পর্শ করতে হবে অথবা ফিঙ্গার ক্রস করতে হবে। অন্যথায় উচ্চারণের পরে পরেই হুইশল দিতে হবে। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Rise of Venus: মাত্র ৫ দিন পরে এই সব রাশির জাতকদের অর্থভাগ্য তুঙ্গে থাকবে!