জি ২৪ ঘণ্টা ডিডিটাল ব্য়ুরো: এত কম ছিল না কখনও! টাকার দামে রেকর্ড পতন। কত? ভারতীয় মুদ্রায় ১ ডলার এখন ৮৩ টাকা ৪৬ পয়সা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Unhappy Leaves: মন খারাপে জোর করে কাজ নয়, নিশ্চিন্তে নিন 'আনহ্যাপি লিভ'! কর্মীদের জন্য দারুণ সুবিধা...


১ দিন পার। ইজরায়েলে এবার হামলা চালিয়েছে ইরান। কবে?শনিবার। উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচে। এই প্রেক্ষাপটে ডলার তুলনায় টাকার দাম পড়ল আরও। ঝুঁকি বাড়ছে অন্যন্য় সম্পদেও।


ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদন, তখনও ইজরায়েলে হামলা চালায়নি ইরান। প্রতি ডলার বিক্রি হয়েছে ৮৩ রুপি ৪৫০০ পয়সায়। গত শুক্রবার যা ছিল ৮৩ রুপি ৪১২৫ পয়সা। এরপর চলতি মাসের শুরুতে ইতিহাসে সর্বনিম্নে নেমে যায় ভারতের মুদ্রা। সেসময় ডলারপ্রতি দর দাঁড়ায় ৮৩ রুপি ৪৫৫০ পয়সায়।


এখন কী পরিস্থিতি? টাকার দামে বিশেষ হেরফের ঘটেনি। তবে পরিস্থিতি মোকাবিলা প্রচুর ডলার সরবরাহ করেছে  রিজার্ভ ব্যাংক। ফলে বড় দরপতনের হাত থেকে রক্ষা পেয়েছে ভারতীয় রুপি।


আরও পড়ুন:  Chaitra Navratri | Durga Puja: এ বছর তিনবার দুর্গাপুজো! কেন, কীভাবে এই অসম্ভব ঘটনা সম্ভব হচ্ছে?



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)