পার্লামেন্টে বক্ষশুধা পান করিয়ে ইতিহাস গড়লেন সেনেটর মা
আইনসভার কক্ষে বক্ষসুধা পান করিয়ে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ান সেনেটর লারিসা ওয়াটার্স। এই বিশ্বে তিনিই প্রথম মহিলা সদস্য যিনি জাতীয় আইনসভায় সন্তানকে স্তন্যপান করালেন। দুই মাস আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন লারিসা। অতীতে সেনেটে আলোচনা-বিতর্ক চালাকালীন সন্তানকে স্তন্যপান করানোর অনুমতি চেয়ে তিরস্কৃত হতে হয়েছিল তাঁকে। অবশেষে ২০১৬ সালে কেন্দ্রীয় আইনসভার অন্দরে সদ্যোজাতকে স্তন্যপান করানোর অধিকার স্বীকৃত হয় এবং তিনি নিজেই এবার হাতে কলমে `বিপ্লব` করে দেখালেন। লারিসা ওয়াটার্স নিজে অবশ্য এই বিষয়টিকে আন্তর্জাতীক খবর হিসাবে দেখে খুবই অবাক। তাঁর মতে, সন্তানকে স্তন্যপান করানোর মতো একটি অতি স্বাভাবিক বিষয় কী করে আলোচ্য হতে পারে! কিন্তু তবু, দীর্ঘ দিনের অচলায়তন ভাঙতে পেরে খুশি এই সেনেটর। (আরও পড়ুন- মৃতদেহের চিড়িয়াখানা)
ওয়েব ডেস্ক: আইনসভার কক্ষে বক্ষসুধা পান করিয়ে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ান সেনেটর লারিসা ওয়াটার্স। এই বিশ্বে তিনিই প্রথম মহিলা সদস্য যিনি জাতীয় আইনসভায় সন্তানকে স্তন্যপান করালেন। দুই মাস আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন লারিসা। অতীতে সেনেটে আলোচনা-বিতর্ক চালাকালীন সন্তানকে স্তন্যপান করানোর অনুমতি চেয়ে তিরস্কৃত হতে হয়েছিল তাঁকে। অবশেষে ২০১৬ সালে কেন্দ্রীয় আইনসভার অন্দরে সদ্যোজাতকে স্তন্যপান করানোর অধিকার স্বীকৃত হয় এবং তিনি নিজেই এবার হাতে কলমে 'বিপ্লব' করে দেখালেন। লারিসা ওয়াটার্স নিজে অবশ্য এই বিষয়টিকে আন্তর্জাতীক খবর হিসাবে দেখে খুবই অবাক। তাঁর মতে, সন্তানকে স্তন্যপান করানোর মতো একটি অতি স্বাভাবিক বিষয় কী করে আলোচ্য হতে পারে! কিন্তু তবু, দীর্ঘ দিনের অচলায়তন ভাঙতে পেরে খুশি এই সেনেটর। (আরও পড়ুন- মৃতদেহের চিড়িয়াখানা)