নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কের জেরে সারা দেশে এখন লকডাউন চলছে। ঘরবন্দি মানুষগুলোর কথা মাথায় রেখে এ বার ভিডিয়ো কলিংয়ে সোনা-গয়নার কেনাকাটার অবিশ্বাস্য সুযোগ নিয়ে হাজির হয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। বিভিন্ন প্রযুক্তির সাহায্যে স্টোরগুলির সঙ্গে গ্রাহকদের যোগাযোগ গড়ে তোলা হবে। গ্রাহকরা এখন থেকে ই-ক্যাটালগের মাধ্যমে সহজেই নিজেদের পছন্দসই এবং দুর্দান্ত  ডিজাইনের গয়না বেছে নিতে পারবেন। ভিডিয়ো কলিংয়ের মাধ্যমে স্টোরের সঙ্গে সংযোগ স্থাপন করে রুচিশীল গয়না কিনতে পারবেন ক্রেতারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টোল ফ্রি নম্বর ১৮০০১০৩০০১৭  ডায়াল করে গ্রাহকরা এখন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। অথবা তাঁরা  সংস্থার ওয়েবসাইটে গিয়েও (https://sencogoldanddiamonds.com/book-an-appointment) পছন্দের গয়না সম্পর্কে বিশদে জানিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। ভিডিয়ো কলটিতে একজন বিশেষঞ্জ স্টোর কর্মী সংক্ষিপ্ত তালিকাভুক্ত গয়নাগুলি দেখাবেন এবং গয়নাটির নকশা বুঝতে ভার্চুয়ালি গ্রাহককে সহায়তা করবেন। একবার অর্ডার দেওয়া হয়ে গেলে বিধিসম্মত স্বাস্থ্যসুরক্ষা নিয়মাবলী বজায় রেখে গ্রাহকের ঠিকানায় গয়নাটি পৌঁছে দেওয়া হবে। অনলাইনে কেনাকাটা করার সময় গ্রাহকদের ফোন মারফত সহায়তা করার সুবিধা উপলব্ধ থাকবে।


আরও পড়ুন: বিশ্বের প্রথম আর্থিক চলচ্চিত্রের প্ল্যাটফর্ম Moneyflix লঞ্চ করল Sharekhan!


সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের নির্বাহী পরিচালক শুভঙ্কর সেন বলেন, “আমরা গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা সমৃদ্ধ করতে বেশ কয়েকটি প্রযুক্তির ব্যবহার শুরু করেছি। গ্রাহকরা এখন সরাসরি অনলাইন চ্যাটের মাধ্যমে শপিং করতে পারেন। ভিডিয়ো কল করেও সোনা-গয়নার কেনাকাটা করতে পারবেন।” অনলাইনে বুকিং-এ সংস্থা কিছু অতিরিক্ত ছাড়ও দিচ্ছে।