নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার ভারতের স্টক মার্কেটে উন্নতি দেখা গেছে। মঙ্গলবারের ট্রেডিং সেশনে, সেনসেক্স এবং নিফটি উভয় সূচকই শক্তিশালী হয়েছে। সেনসেক্স ১৩৪৪.৬৩ পয়েন্ট অথবা ২.৫৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৪,৩১৮-তে বন্ধ হয়েছে। নিফটি ৪৩৮.১৫ পয়েন্ট অথবা ২.৭৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬,২৮০-তে বন্ধ হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবারের ট্রেডে, মেটাল স্টকগুলি ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর্থিক এবং অটোমোবাইল সূচকগুলিও অর্ধ শতাংশের বেশি বেড়েছে। এছাড়াও আইটি, ফার্মা, রিয়েলটি এবং এফএমসিজি সূচকগুলিও সবুজ চিহ্নে বন্ধ হয়। ৩০ পয়েন্টের সেনসেক্সে ২৪টি শেয়ার সবুজ চিহ্নে বন্ধ হয়েছে।


মঙ্গলবারের ট্রেডে সবথেকে বেশি লাভ করেছে টাটা স্টিল, রিলায়েন্স, ইন্ডাসিন্ড ব্যাঙ্ক, এমএন্ডএম, বাজাজ ফাইন্যান্স, এবং এইচসিএল টেক। 


আরও পড়ুন: Gold Price: তিন মাসে সর্বনিম্ন সোনার দাম, জেনে নিন কত হল আপনার শহরে


বিশ্ব বাজারেও আজ উন্নতি লক্ষ করা গেছে। এর মধ্যে এশিয়ার বিভিন্ন বাজারেও উন্নতি দেখা গেছে। একটানা বিক্রির পরে মঙ্গলবার সর্বত্র কেনার খবর দেখা গেছে। যুক্তরাষ্ট্রের বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ১১৫ ডলার দামের কাছাকাছি লেনদেন হয়েছে। আমেরিকান ক্রুডও ব্যারেল প্রতি ১১৪ ডলার দামের কাছাকাছি রয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)