Gold Price: তিন মাসে সর্বনিম্ন সোনার দাম, জেনে নিন কত হল আপনার শহরে

গত কিছু দিনে সুদের হার বাড়িয়েছে ফেডারেল রিজার্ভ, ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এবং RBI। মার্চের শুরুতে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬ হাজার টাকার কাছাকাছি।

Updated By: May 17, 2022, 01:18 PM IST
Gold Price: তিন মাসে সর্বনিম্ন সোনার দাম, জেনে নিন কত হল আপনার শহরে

নিজস্ব প্রতিবেদন: ভারতের বাজারে সোনার দাম তিন মাসে সবথেকে কম হয়েছে। গত লেনদেন সেশন থেকে রুপোর দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। সোমবার, সপ্তাহের প্রথম ব্যবসার দিনে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সামান্য বৃদ্ধি পেলেও বুলিয়ন বাজারে সোনার দামে সামান্য পতন দেখা গেছে। সোমবার, MCX-এ সোনার জুন ফিউচার মার্কেট ০.১১ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪৯,৯৩৭ টাকা হয়েছে। MCX-এ রুপোর দাম (MCX সিলভার প্রাইস) ০.৯১ শতাংশ বেড়ে প্রতি কেজি ৫৯৮৬৯ টাকা হয়েছে।

গত ব্যবসায়িক সপ্তাহে, সোনার দাম প্রতি ১০ গ্রামে ১০০০ টাকা এবং রুপোর দাম প্রতি কেজিতে ২০০০ টাকা কমেছে। গত কিছু দিনে সুদের হার বাড়িয়েছে ফেডারেল রিজার্ভ, ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এবং আরবিআই। মার্চের শুরুতে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬ হাজার টাকার কাছাকাছি। রেকর্ড মাত্রা থেকে প্রতি ১০ গ্রামে ৬০০০ টাকা কমছে সোনার দাম। সেই হিসেবে তিন মাসের সবথেকে কম সোনার দাম।

IBJA-র ওয়েবসাইট অনুযায়ী, সোমবার সামান্য পতন হয়ে, ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৫০৩৬৭ টাকা, ২৩ ক্যারেটের প্রতি ১০ গ্রাম ৫০১৬৫ টাকা এবং ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম ৪৬১৩৬ টাকায় লেনদেন হচ্ছে। একইভাবে, ২০ ক্যারেট সোনার দাম ৩৭৭৭৫ টাকা এবং ১৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ২৯৪৬৫ টাকা হয়েছে।

সোনা কিনতে হলে IBJA-র জানানো দামের উপর আলাদাভাবে ৩ শতাংশ GST দিতে হয়। একইভাবে, মঙ্গলবার IBJA-তে রুপোর দাম সামান্য বৃদ্ধি হয়েছে। প্রতি কেজি রুপোর দাম ৫৯৬৮৩ টাকা হয়েছে।

আরও পড়ুন: LIC IPO Listing: প্রথমদিনেই ৯ শতাংশ পতন LIC-র শেয়ারে, চিন্তার ভাঁজ বিনিয়োগকারীদের কপালে

সোনা কেনার আগে তাঁর বিশুদ্ধতা জানতে হয়। ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার গায়ে ৯৯৯ লেখা থাকে। ২৩ ক্যারেট সোনার উপর ৯৯৫ এবং ২২ ক্যারেটের উপর ৯১৬ লেখা থাকে। ১৮ ক্যারেটের উপর ৭৫০ লেখা থাকে এবং ১৪ ক্যারেটের উপরে ৫৮৫ লেখা থাকে। ৯৯৯ বিশুদ্ধতার রুপোকে সবথেকে বেশি বিশুদ্ধ বলে মনে করা হয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.