ওয়েব ডেস্ক : চাকরি খুঁজছেন? ভাবছেন কোথায় নিজের CV-টা পোস্ট করলে ভালো হয়? খুঁজছেন কোন সাইটে দেশের সবচেয়ে বড় সংস্থাগুলি তাদের ভ্যাকেনসির অফারটা দেয়েছে? তাহলে আপনাকে এই খবরটা পড়তেই হবে। কারণ এটাই বলে দেবে আপনি কত তাড়াতাড়ি চাকরিটি পাবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানেন, শুধু ভারতেই নয় গোটা বিশ্বে তাবড় তাবড় সংস্থাগুলি কোথায় খোঁজ করেন চাকরি প্রার্থীদের? অনেকেই হয়তো জানেন না। তাহলে এবার জেনে রাখুন সেই তথ্য।


সম্প্রতি একটি সমীক্ষা চালানো হয় এই বিষযে। তাতে দেখা গেছে বিভিন্ন টেক জায়েন্ট থেকে বিপিও সেন্টার সবাই নিজেদের সংস্থার জন্য কর্মী খুঁজতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আশ্রয় নেন। প্রধানত, ফেসবুক ও লিঙ্কড-ইনের মাধ্যেই চারকি প্রার্থীদের খোঁজ চালান। শুধু তাই নয়, গত কয়েক বছরে প্রায় ৬৫ শতাংশ চাকরিপ্রার্থীর খোঁজ মিলেছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সমীক্ষায় আরও বলা হয়েছে ভারতে দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরুর মতো শহরগুলিতে সংস্থার HR-রা সোশ্যাল মিডিয়ার মাধ্যেই বহু প্রফেশনালকে নিযুক্ত করেছে।