নিজস্ব প্রতিবেদন: গ্রহণে সাবধানে থাকুন। নিয়ম মেনে চলুন। শুভ দিয়ে অশুভকে রুখে দিন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০২১ সালের শেষভাগে, এই ডিসেম্বরে এবার দেখা যাচ্ছে সব মিলিয়ে প্রবল নেগেটিভ এনার্জির খেলা চারিদিকে। করোনাভাইরাসের রমরমা স্তিমিত হওয়ার লগ্নেই নতুন করে করোনাভীতি। এসে গেল ওমিক্রন। এর সঙ্গে ঘূর্ণিঝড়ের রোষানল। আর তার সঙ্গে এসে জুড়ল এই সূর্যগ্রহণের ভ্রূকুটি।


গ্রহণ শুরু হয়ে গিয়েছে এবং এখনও চলছে। এ সময়ে একটু সাবধান থাকতেই হবে। মেনে চলুন ঘরোয়া কিছু নিয়ম। যেমন-- 


এ সময়ে কোনও শুভ কাজ শুরু করবেন না।


গ্রহণ চলা কালে যেহেতু নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, তাই এই সময়ে ইতিবাচক কোনও কাজে হাত না দিয়ে একটু অপেক্ষা করে যাওয়াই ভাল।


এ সময়ে খাদ্য গ্রহণ বা জলপান না করাই শ্রেয়; ঘুম পেলেও না ঘুমনোই উচিত হবে।


গ্রহণকালে পুজো করাও অনুচিত। 


গ্রহণকালে কোনও দীর্ঘ ভ্রমণ শুরু করা উচিত নয়। এমনকি, আপনি যদি কোনও ভ্রমণসূচির মধ্যে থাকেনও, তা-ও সাময়িক স্থগিত রাখা দরকার। 


এই সময়ে ছুরি, বঁটি, কাঁচি, সুচ, কাটারি-- ইত্যাদি ধারালো বা ছুঁচোলো জিনিসপত্র না ব্যবহার করাই ভাল।  


গ্রহণের সময়ে খবরদার নখ কাটবেন না; কাটবেন না চুল-দাড়িও। 


এই সময় একদম চিরুনি ব্যবহার করবেন না। 


এ বছরের শেষ এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণে নানা প্রভাব পড়বে গ্রহরাশির সংস্থানের উপর। বিভিন্ন রাশির উপর সূর্যের গভীর প্রভাব এমনিতেই থাকে। থাকে বিভিন্ন নক্ষত্র ও চাঁদেরও। এর উপর আজ আবার শনি অমাবস্যা। সুতরাং, খুব সাবধান!  


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: বছরশেষে Omicron, Jawad, Eclipse! কেন এত অশুভ? কী বলছেন Nostradamus!