ওয়েব ডেস্কঃ সবকিছু ঠিকঠাক চললেও একটা বানান ভুল ভেস্তে দিতে পারে গোটা ডেটিং। এতদিন জানা ছিল সুন্দরী মেয়েকে ডেটে নিয়ে যেতে হলে ছেলেটিকে হতে হবে ‘হ্যান্ডসাম হাঙ্ক’, ‘গুড লুকিং’, ‘ওয়েল ম্যানারড’, ‘স্যুটেড বুটেড’। সঙ্গে থাকতে হবে পকেটের জোড়ও। কিন্ত এখন আর শুধু এসবেই পাওয়া যাবে না সুন্দরীর মন। ‘গ্রিন সিগন্যাল’ পেতে জানতে হবে ব্যকরণ। এমনটাই বলছে ‘ই হারমোনি’ আর ‘গ্রামারলি’ অ্যাপের সার্ভে রিপোর্ট।


‘ই হারমোনি’ আর ‘গ্রামারলি’ অ্যাপের রিপোর্ট অনুযায়ী, বানানে বা ব্যাকরণে কাঁচা ছেলেদের মেয়েরা খুব একটা পছন্দ করেন না। অনলাইন ডেটিং পার্টনার বাছার আগে ভালো করে চোখ বুলিয়ে দেখে নেন যে তার প্রোফাইলে বানান ভুল বা ব্যকরণগত ভুল আছে কিনা। একটা ভুল মাফ করে দিলেও যার একাধিক বানান ভুল তাঁকে মন দিতে মেয়েরা খুব একটা রাজি থাকেন না। তাই প্রোফাইলে বানান ভুল আছে এমন ছেলেদের ১৪ শতাংশই অন লাইন পার্টনার খুঁজতে ব্যর্থ হন। মেয়েরা মনে করেন যে সামান্য বানান ঠিক করে লিখতে পারে না সে নিজে কতটা ঠিক হবে। গ্রামারের ব্যপারে অবশ্য ছেলে মেয়ে দু’পক্ষই একটু খুঁতখুঁতে হয়। সধারণত যারা লম্বা লম্বা বাক্য উত্তর দেয় তাদের ‘টিআরপি’ একটু বেশি হয়। তবে ব্যকরণটা ঠিক থাকতে হবে। যেমন, ‘আমি তোমাকে বিয়ে করতে চাই’ এর তুলনায় ‘তুমি হলে সেই মানুষ যাকে আমি বিয়ে করতে চাই’- এটা ছেলে মেয়ে উভয়ের কাছেই বেশি পছন্দের। তাই এবার থেকে ডেটিংয়ে যাওয়ার ভালো করে ঝালিয়ে নিতে হবে ব্যকরণ বই, করে নিতে হবে ‘প্রুফ রিডিং’।