নিজস্ব প্রতিবেদন: শরীর ভাল নেই বা রান্না করতে একেবারেই ইচ্ছে করছে না। কিন্তু তাই বলে তো না খেয়ে থাকা চলে না! অগত্যা বাইরে থেকে খাবার অর্ডার করতে হবে। কিন্তু বাইরে থেকে খাবার অর্ডার করা মানেই তো সেই তেল, ঝাল, মশলাদার বাহারি খাবার-দাবার। বাড়িতে রান্না পাঠ নেই মানে কি রেস্তোরাঁর তেল, ঝাল, মশলা খেতে হবে? একদমই না! কারণ, এ বার Swiggy-তে পাওয়া যাচ্ছে ডাল, শুক্ত, চচ্চড়ির মতো একাধিক ঘরোয়া সাদামাটা পদ, তা-ও আবার জলের দরে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার লঞ্চ হল Swiggy Daily অ্যাপ। এই অ্যাপ থেকে ৩০-এরও বেশি সাদামাটা ঘরোয়া পদ থেকে বেছে নেওয়া যাবে আপনার পছন্দসই পদ। এই অ্যাপ থেকে সাপ্তাহিক বা মাসিক মিলের অর্ডারও দেওয়ার সুযোগ পাবেন Swiggy গ্রাহকরা। অর্থাৎ, ঠিক যে ভাবে পাড়ার বা এলাকার ছোটখাটো দোকান থেকে সাপ্তাহিক বা মাসিক খাবারের মিল অর্ডার করেন, এখানেও তেমনটাই করা যাবে।


আরও পড়ুন: ‘ডেলিভারি সুপারম্যান’কে ইলেক্ট্রিক্যাল ট্রাইসাইকেল উপহার দিল Zomato


মিলের দাম শুরু হচ্ছে ৫০ টাকা থেকে। তবে আপাতত গুরুগ্রামে চালু হয়েছে এই পরিষেবা। পরবর্তীকালে মুম্বই, বেঙ্গালুরু এবং ধাপে ধাপে দেশের সমস্ত বড় শহরে Swiggy Daily-এর পরিষেবা চালু করবে সংস্থা।