ওয়েব ডেস্ক : পায়ের তলায় যাদের সরষে... ঘুরতে যাঁরা ভালোবাসেন...বিশেষ করে জঙ্গলে... তাঁদের জন্য এটা একটা দারুণ খবর। রণথম্ভোরের জঙ্গলে ৪ নতুন শিশু সদস্যের আগমন ঘটেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক পর্যটকের তোলা ছবিতে দেখা যাচ্ছে, রণথম্ভোরের বাঘিনী T-১৯ এর সঙ্গে চার শাবককে। রাজস্থানের সোয়াই মাধোপুর জেলায় রণথম্ভোর অভয়ারণ্যের জোন-৪ এর লাকাড়া এলাকায় ক্যামেরাবন্দি হয় চার শাবক সহ বাঘিনী T-১৯।  এই নিয়ে মোট ১১টি সন্তানের জন্ম দিল T-১৯।


এই বাঘিনী T-১৯ পরিচয়ের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। সে রণথম্ভোরের 'মছলি'র মেয়ে। গত বছর অগাস্টে মৃত্যু হয় মছলির।


আরও পড়ুন, বাঘপ্রেমীদের জন্য এটা নিঃসন্দেহে একটা দারুণ খবর