ওয়েব ডেস্ক: রিং ফিঙ্গারে আঙটি দেখলেই বুঝতে পারা যায়, সেই ছেলেটি অথবা মেয়েটি বিবাহিত কিনা। আসলে পৃথিবীর বেশিরভাগ দেশেই অনুষ্ঠানিক ভাবে বিবাহ সম্পন্ন হওয়ার আগেই হবু স্বামী-স্ত্রীর মধ্যে আঙটি বদল করা হয়ে থাকে। কিন্তু এই আঙটি শুধুমাত্র বাম হাতের চতুর্থ আঙুলে পড়ানোর জন্য অনেকেই অনেক রকম যুক্তি দিয়ে থাকেন। যদিও চিনারা মনে করেন, এই আঙটি সাধারণত স্বামী এবং স্ত্রীর মধ্যেকার গভীর সম্পর্কের ইঙ্গিত দেয়। সব থেকে বড় কথা হল রোমানরা এই বিষয় একটি অসাধারণ যুক্তি দিয়েছে। তাদের মতে বাঁ হাতের চতুর্থ আঙুলে একটি শিরা থাকে, যা সরাসরি হৃদয়কে নির্দেশ দেয়। তাই এই বিবাহের পর এই আঙুলে আংটি সাধারণত স্বামী-স্ত্রীর হৃদয় এক করে রাখে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার একটি ভিডিওর মাধ্যমে দেখে নিন আপনার প্রতিটি আঙুল কোন কোন বিষয়কে নির্দেশ করে...