নিজস্ব প্রতিবেদন: আগামী জুলাই মাসের ১৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, ঘোষণা করল RBI (Reserve Bank of India)। এমনিতেই সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাঙ্কই প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে বন্ধ থাকে। অন্যদিকে উৎসব-অনুষ্ঠানের কারণেই মাসের ৯ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। তাই আগে থেকেই  ব্যাঙ্কের যাবতীয় কাজ সেড়ে রাখুন। যদিও ব্যাঙ্কের ছুটি এক একটি রাজ্যে আলাদা করে নির্ধারিত হতে পারে বলে জানিয়েছে, RBI এর ব্যাঙ্কের ছুটি Holiday Under Negotiable Instruments ACT এবং Time Gross Settlement Holidayএর আওতায় পড়ে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জেনে নিন ২০২১,জুলাই মাসের ব্যাঙ্ক বন্ধের দিনগুলি


৪ জুলাই, রবিবার 
১০ জুলাই, মাসের দ্বিতীয় শনিবার 
১১ জুলাই, রবিবার 
১৮ জুলাই, রবিবার 
২৪ জুলাই, মাসের চতুর্থ শনিবার


১২ জুলাই, সোমবার- উৎসব


১৩ জুলাই, মঙ্গলবার - উৎসব
১৪ জুলাই, বুধবার- উৎসব
১৬ জুলাই, শুক্রবার - উৎসব
১৭ জুলাই, শনিবার - উৎসব
১৯ জুলাই, সোমবার - উৎসব
২০ জুলাই, মঙ্গলবার - উৎসব
২১ জুলাই, বুধবার - উৎসব
৩১ জুলাই, শনিবার  - উৎসব