জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সামনেই দোল আর সেই দোলের দিনেই চন্দ্রগ্রহণ। বছরের প্রথম চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ নিয়ে নানা সংস্কার, নানা বিশ্বাস, নানা প্রশ্ন ও নানা কৌতূহল। জানা গিয়েছে, এবারের গ্রহণে চাঁদের আকারের কোনও বদল ঘটবে না। তবে চাঁদকে শুধু একটু মলিন অনুজ্জ্বল দেখাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার জেনে নেওয়া যাক কবে, কখন চন্দ্রগ্রহণ?


আরও পড়ুন: Malbazar: মৃত্যু, অভাব, অভিযোগ! চা-বাগান খোলার দাবিতে বাগানের সামনেই এবার ধর্নায় চা-শ্রমিকেরা...


এ বছর দেলের দিন ২৫ মার্চ বছরের প্রথম এই চন্দ্রগ্রহণ। 


২৫ মার্চ সোমবার সকাল ১০টা ২৩ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে
চন্দ্রগ্রহণ চলবে বেলা ৩টে ২ মিনিট পর্যন্ত।   


তবে এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তাই ভারতে বা ভারতবাসীর উপর এই গ্রহণের কোনও প্রভাব পড়বে না। 


চন্দ্রগ্রহণ বিষয়ে প্রচলিত ধারণা:


১) শাস্ত্রমতে চন্দ্রগ্রহণকে মোটেই শুভ মনে করা হয় না, তাই গ্রহণের সময় কোনও শুভ কাজও করা হয় না
 
২) গ্রহণের সময় পুজো করা যায় না, বন্ধ রাখতে হয় মন্দিরদ্বার


৩) চন্দ্রগ্রহণ সমস্ত রাশির উপরই অল্পবিস্তর প্রভাব ফেলে 


আরও পড়ুন: Bengal Weather: অকালবৃষ্টিতে বরবাদ বসন্ত! আর ক'দিন চলবে বিশ্রী এ নিম্নচাপ?


কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবারের গ্রহণ?


আয়ারল্যান্ড, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, নরওয়ে, সুইৎজারল্যান্ড, ইটালি, জার্মানি, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা। 


(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)