ওয়েব ডেস্ক: নিজের একটা গাড়ি হবে, এই ব্যাপারটা অনেকের কাছেই স্বপ্ন বা কারোও কাছে অতটা না হলেও বেশ অনেকটা ভাল লাগার জায়গা। বাজারেও রয়েছে গাড়ির অঢেল যোগান এবং তার সঙ্গে তাল মিলিয়ে ব্যাঙ্কগুলোও তৈরি লোভনীয় ঋণ-চুক্তি নিয়ে। কিন্তু, নিজের বাজেটের মধ্যে সেরা গাড়িটা বেছে নেওয়াও কম ঝক্কির নয়। সে যাই হোক, কিনতে পারা যাক ছাই না যাক ভারতীয় বাজারে বর্তমানে সবচেয়ে দামী গাড়িটা কী? এই প্রশ্নটাতো মনে আসতেই পারে। আসবে নাই বা কেন? আসুন তবে জেনে নেওয়া যাক-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সেই গাড়িটার নাম হল- Bugatti Veyron Grand Sports. ভারতীয় বাজারে মূল্যবান গাড়ির তালিকায় এই গাড়িটা রয়েছে সবার উপরে। দাম -৩৮ কোটি টাকা। কিন্তু আপনি যদিবা ৩৮ কোটি টাকা পকেটে নিয়ে গাড়িটা কালকেই কিনে আনবেন ভাবেন, তাহলে আপনাকে পস্তাতে হবে। কারণ, অর্ডার দেওয়ার অন্তত ৬ থেকে আট মাস বাদে আপনি গাড়িটি হাতে পেতে পারেন।



এই গাড়িটিতে রয়েছে ৮.৭ লিটারের ইঞ্জিন। গাড়ি চালু হওয়ার ২.৭ সেকেন্ডের মধ্যে ১০০ কি.মি./ঘন্টা বেগে পৌঁছে যেতে পারে। আর মাইলেজ? শহরের রাস্তায় ৩.৩ কি.মি প্রতি লিটার, কিন্তু হাই ওয়ে হলে সেটা বেড়ে ৫.৩ হয়ে যাবে।


দাম্পত্য টিকিয়ে রাখার সেরা পাঁচ মন্ত্র!


যাই হোক তাহলে তো সবই জেনে গেলেন, এবার একটু ব্যাঙ্কারের সঙ্গে কথা বলে ইনস্টলমেন্টের অঙ্কটা কষে ফেলুন। তবে, অবশ্য আপনার ক্যাশ থাকলে পুরোটা ডাইন পেমেন্টও করতে পারেন।