WATCH: `ডাকছে আকাশ`... ফরেস্ট অফিসারের পোস্ট করা মুক্তি ভিডিও ভাইরাল
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (আইএফএস) অফিসার পারভিন কাসওয়ান বন্যপ্রাণীদের নিয়ে একটি ভিডিও শেয়ার করেন। এই সুন্দর ক্লিপের ক্যাপশমে তিনি লেখেন, স্বাধীনতার মানে। ২ মিনিটের সেই ভিডিওতে দেখা যাচ্ছে বনদফতরের অফিসাররা পশুদের উদ্ধার করে তাদের নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে দিচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুক্তির যে কী স্বাদ, স্বাধীনতার মানে সেই ভালো বোঝে যে এতকাল বন্দি। ছোট হোক বা বড়, সব প্রাণীরই প্রকৃতির ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। কিন্তু, হাজার হাজার বন্য পাখি ও পশুপাখিকে মানুষ বন্দি করে রাখে এবং তাদের সঙ্গে কঠোর আচরণ করে। তবে উল্টোদিকে অনেক মানুষ এমন আছেন যারা এই সমস্ত প্রাণীদর জীবন বাঁচাতে এগিয়ে আসে।
আরও পড়ুন, Holika Dahan: হোলিকা দহনে কী কী নিবেদন করলে জীবন থেকে কাটবে গ্রহদোষ, পাবেন প্রতিকারও
সম্প্রতি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (আইএফএস) অফিসার পারভিন কাসওয়ান বন্যপ্রাণীদের নিয়ে একটি ভিডিও শেয়ার করেন। এই সুন্দর ক্লিপের ক্যাপশমে তিনি লেখেন, স্বাধীনতার মানে। ২ মিনিটের সেই ভিডিওতে দেখা যাচ্ছে বনদফতরের অফিসাররা পশুদের উদ্ধার করে তাদের নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে দিচ্ছে। বাঘকে জঙ্গলে, হরিণ শাবককে তার মায়ের কোলে, জলের প্রাণীদের জলে। আইএফএস অফিসার পারভিন কাসওয়ান ট্য়ুইটারে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, 'এভাবেই স্বাধীনতা আসে।
ভিডিওতে দেখা যাচ্ছে, শিম্পাঞ্জি, হরিণ, চিতাবাঘ, পাখি, ঘোড়া ও অন্যান্য প্রাণীকে খাঁচা ও বেষ্টনী থেকে মুক্ত করে জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছে। ক্লিপটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ১৩ লাখের বেশি ভিউ, ২৪ হাজার লাইক এবং প্রায় ৩৯০০ বার রিটুইট হয়েছে। হৃদয়স্পর্শী ক্লিপটি দেখে ট্যুইটার ব্যবহারকারীরা কমেন্ট সেকশনে তাদের ভাবনা শেয়ার করেছেন।
একজন ইউজার লিখেছেন, 'বাধা থাকলে বেঁচে থাকার লড়াই আসে, খাবার খুঁজে পাওয়া যায়, শিকারীদের হাত থেকে নিরাপদ থাকা যায়। কিন্তু স্বাধীনতা সামনে এ সব কিছুর মূল্য নেই।'
আরও পড়ুন, Budh Gochar 2023: ঠিক ১০ দিন পরে খুলবে এই রাশির জাতকদের ভাগ্য, টাকার বৃষ্টি দেবে বুধ!