নিজস্ব প্রতিবেদন: গল্প নয়। বরং ঘোর বাস্তব যে, আপনি কোটিপতি হিসেবে চাকরি থেকে অবসর নিতে পারবেন! আসতে চলেছে নিউ ওয়েজ কোড, যার জেরে বদলে যাচ্ছে প্রভিডেন্ট ফান্ডের অর্থপ্রাপ্তিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অবশ্য প্রভিডেন্ট ফান্ড নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার সরকারি ভাবে কিছু ঘোষণা করেনি। তবে, যে মজুরি বা বেতন কাঠামো তৈরির কথা ভাবা হয়েছে, সেটা প্রযোজ্য হলে স্বাভাবিক ভাবেই তার ইতিবাচক প্রভাব পড়বে পিএফ-এর উপরও। তবে নতুন মজুরি কাঠামো ঘোষিত হলে বেসরকারি ক্ষেত্রে চাকুরিরতদের ঠিক কোথায় কতটা সুবিধা হবে, বা হবে কিনা, সেটা আদৌ স্পষ্ট নয়।


কী বলা হয়েছে এই নিউ ওয়েজ কোডে?


বলা হয়েছে, কোনও কর্মচারীর মূল বেতন কোনও ভাবেই তাঁর সিটিসি'র ৫০ শতাংশের কম হবে না। আর স্বাভাবিক ভাবেই এটি সেই কর্মচারীর EPF-এর পরিমাণকেও প্রভাবিত করবে। প্রতি মাসে কর্মচারী স্বয়ং এবং তাঁর কোম্পানি (ওই কর্মচারীর) মূল বেতনের ১২ শতাংশ করে অর্থ পিএফ তহবিলে জমা রাখতে বাধ্য থাকবে।


EPFO-র নিয়ম কী?


ইপিএফও-র নিয়ম অনুযায়ী, নতুন মজুরি কোড কার্যকর হওয়ার পরে, যখন বেসিক স্যালারি বা মূল বেতন সিটিসি'র ৫০ শতাংশের বেশি হয় এবং এতে যথারীতি PF অবদান কেটে নেওয়া হয়, তখন PF তহবিলও পরিমাণে আরও বেশি হবে। অর্থাৎ, কর্মচারী যখন অবসর নেবেন, তখন তাঁর পিএফ ব্যালেন্স  আগের থেকে বেশি থাকবে।


এবং সেই বর্ধিত টাকাটা যোগ হয়ে প্রায় কোটির ঘর ছোঁবে বা পেরিয়ে যাবে। অর্থাৎ, কোটিপতি হিসাবে অবসর গ্রহণের একটা সম্ভাবনার উদয় হয়েছে। বর্তমান EPF জমার আর্থিক পরিমাণের সঙ্গে এর PF ব্যালেন্সের তুলনা করলে, অবসর গ্রহণের পরে PF ব্যালেন্সের পরিমাণ যা দাঁড়াবে তাতে দেখা যাচ্ছে, PF ব্যালেন্স নতুন মজুরি নিয়মে পুরনো তহবিলের চেয়ে কমপক্ষে ৬৬ শতাংশ বেশি হবে।


নতুন ওয়েজ কোড অনুযায়ী কর্মীদের গ্র্যাচুইটিতেও পরিবর্তন আসবে। গ্র্যাচুইটির মধ্যে মূল বেতনের পাশাপাশি ভ্রমণ, বিশেষ ভাতা ইত্যাদির মতো বিভিন্ন ভাতাও অন্তর্ভুক্ত থাকবে।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Registered মোবাইল নম্বর ছাড়াই এবার হাতে পান Aadhaar PVC কার্ড! জেনে নিন পদ্ধতি