ওয়েব ডেস্ক : আপনার কি মুখে দুর্গন্ধ হয়? প্রেমিকা মাঝেমধ্যে কাছে আসতেই এই নিয়ে কথা শোনায়। এমনিতেই ছেলেদের সম্পর্কে প্রচার রয়েছে তাঁরা নাকি একদমই পরিষ্কার নন। তার উপর এই সমস্যা একেবারে জেরবার করে দেওয়ার মতো। নানা উপায় বের করেও এই সমস্যা কাটাতে না পারলে, বিষয়টিকে শিকড় থেকে খোঁজাই ভালো। আর তাতেই দ্রুত সমস্যা মেটানো সম্ভব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ছেলেদের যে গুণগুলি মেয়েরা সবথেকে বেশি পছন্দ করে


সাধারণভাবে আমরা জানি, মুখে দুর্গন্ধ হওয়ার কারণ হিসেবে কাঁচা পেঁয়াজ, রসুন ও অত্যধিক সিগারেট খাওয়াকেই ধরে নেওয়া হয়। কিন্তু তারপরও যে কিছু কারণ থাকে মুখে দুর্গন্ধ হওয়ার-


১) ডিহাইড্রেশন- কাজের চাপে ঠিকভাবে জল খাওয়া হয় না। সারাদিন ধরে নানা ধরনের খাওয়ার খাবার পর জলের অংশ কম থাকার কারণেই সকালে ডিহাইড্রেশন হয়। আর তার ফলেই হতে পারে মুখে দুর্গন্ধ। এই সমস্যা অতি সহজেই মিটতে পারে। কাজের ফাঁকে জল বেশি খেলেই মিটে যাবে সমস্যা।


২) স্পোর্ট ড্রিঙ্ক- চটজলদি তেষ্টা মেটাতে দোকান থেকে কিনে খাওয়া হয় বিভিন্ন ধরনের স্পোর্ট ড্রিঙ্ক। আর তাতে শরীরে বেড়ে যায় ক্যালোরি। প্রয়োজনের তুলনায় বেশি ক্যালরি বেড়ে যাওয়ার ফলেই মুখে তৈরি হতে পারে দুর্গন্ধ। আর এতেই হয় সমস্যা। তাই এই সমস্যা মেটাতে যতটা কম সম্ভব এই স্পোর্ট ড্রিঙ্ক খাওয়া উচিত।


৩) উইসডম টিথ বা আক্কেল দাঁত- অনেকেরই আক্কেল দাঁত থাকে। আর সেই আক্কেল দাঁতের চারপাশে খাবারের কনা জমা হওয়ার ফলেই হতে পারে মুখে দুর্গন্ধ। আর তা দূর করতে দিবনে অন্তত দু'বার ব্রাশ করা জরুরী।


আরও পড়ুন,- পুরুষদের কোন ১০টা জিনিস মহিলাদের সবচেয়ে বেশি অপছন্দের?


৪) অনিয়মিত ব্রাশ করা- অনিয়মিত ব্রাশ করার পাশাপাশি প্রত্যেকের উচিত নিজের জিভ পরিষ্কার রাখা। আর তা না হলেই মুখে তৈরি হতে পারে মুখে দুর্গন্ধ।


৫) চিজ- আমরা অনেকেই চিজ খাই। বিভিন্ন রান্নায় এবং খাওয়ারের আইটেমে ব্যাবহার করা হয় চিজ। কিন্তু জানেন কী সেই চিজই আপনার মুখে তৈরি করতে পারে দুর্গন্ধ। মুলত অ্যামাইনো অ্যাসিড থাকার কারণেই এই দুর্গন্দ হতে পারে বলে মনে করা হয়।


৬) রোগ- অনেকেই মনে করেন দাঁত ও মারির সমস্যা থাকলেই নাকি মুখে দুর্গন্ধ তৈরি হয়। কিন্তু চিকিত্‍সকদের দাবি, শুধু দাঁত বা মারির সমস্যা নয়, মুখে দুর্গন্ধ হতে পারে পেট ও অন্যান্য শারীরিক সমস্যার কারণেও। আর তা মেটাতে অবিলম্বে চিকিত্‍সকদের সঙ্গে পরামর্শ করা উচিত।