ওয়েব ডেস্ক: সোশ্যাল মিডিয়া বা ইন্টারেনেটে রোজ কত কোটি ছবিই তো ঘোরাফেরা করে। তবু, তার মধ্যে থেকেই কিছু ছবি হয়ে ওঠে ভাইরাল। ছবির বিষয়বস্তুর জন্যই হোক, অথবা ছবির সৌন্দর্যে, অনেক বেশি লোক একটি ছবি দেখতে থাকে। গত তিনদিন ধরে এই ছবিটিও ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া ভাইরাল। প্রচুর মানুষ ছবিটা দেখেছেন। এই ছবিটি ইতিমধ্যে প্রায় লক্ষ লোক দেখে ফেলেছে। তার সবথেকে বড় কারণ, এই ছবিটিতে একটি ভুল রয়েছে। আর সেটাই খুঁজে বেরাচ্ছেন সবাই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন খুব সহজে ‘কেশর বাদাম আইসক্রিম’ তৈরির পদ্ধতিটা শিখে নিন


বেশিরভাগই পারছেন না। কেউ কেউ অবশ্য পারছেনও। আপনিও তাই খুব মন দিয়ে ছবিটি দেখুন। দেখা যাক, আপনি এই ছবিটার ভুল বের করতে পারেন কিনা। কি পারলেন? যদি না পারেন, কুছ পরোয়া নেই। উত্তরটা বরং, জেনেই নিন। ছবিটির সামনের চার মহিলাকে ছাড়ুন। পিছনের সবার দিকে নজর দিন। দেখুন, প্রত্যেকের মুখই এক! এটাই ছবিটির ভুল বা মজা।


আরও পড়ুন  তাঁকে দেখতে এত ভালোলাগার জন্য অবদান কার? এই প্রশ্নের দুর্দান্ত উত্তর দিলেন সোনম কাপুর