খুব সহজে ‘কেশর বাদাম আইসক্রিম’ তৈরির পদ্ধতিটা শিখে নিন
গরমকাল হোক কিংবা শীতকাল। আইসক্রিম এমন একটি খাবার যা আমাদের সব সময়ের ফেভারিট। আইসক্রিম খেতে ভালোবাসেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। পছন্দের খাবারের তালিকায় সবসময় উঁচুতেই থাকবে আইসক্রিম । আপনিও নিশ্চয়ই আইসক্রিম খেতে খুব ভালোবাসেন? আপনার পরিবারের সদস্যরাও নিশ্চয়ই খুব ভালোবাসেন? তাহলে এবার নিজেই বাড়িতে আইসক্রিম বানিয়ে সবাইকে চমকে দিন।
![খুব সহজে ‘কেশর বাদাম আইসক্রিম’ তৈরির পদ্ধতিটা শিখে নিন খুব সহজে ‘কেশর বাদাম আইসক্রিম’ তৈরির পদ্ধতিটা শিখে নিন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/28/86631-recipe-28-5-17.jpg)
ওয়েব ডেস্ক: গরমকাল হোক কিংবা শীতকাল। আইসক্রিম এমন একটি খাবার যা আমাদের সব সময়ের ফেভারিট। আইসক্রিম খেতে ভালোবাসেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। পছন্দের খাবারের তালিকায় সবসময় উঁচুতেই থাকবে আইসক্রিম । আপনিও নিশ্চয়ই আইসক্রিম খেতে খুব ভালোবাসেন? আপনার পরিবারের সদস্যরাও নিশ্চয়ই খুব ভালোবাসেন? তাহলে এবার নিজেই বাড়িতে আইসক্রিম বানিয়ে সবাইকে চমকে দিন।
বাড়িতে আইসক্রিম তৈরি করা খুবই সহজ। তাও যদি সঞ্জীব কাপুরের মতো মাস্টার শেফ শেখান। তাই আজকে সঞ্জীব কাপুরের কাছ থেকে শিখে নিন কীভাবে বাড়িতে খুব সহজেই তৈরি করবেন ‘কেশর বাদাম আইসক্রিম’।
-
চটজলদি শিখে নিন ‘বম্বে চিজ স্যান্ডউইচ’ তৈরির পদ্ধতিটা
-
বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন ‘ম্যাঙ্গো আইসক্রিম’