ওয়েব ডেস্ক: ভাগ্য নাকি কপালে লেখা থাকে। হাতেও থাকে ভাগ্যরেখা। কিন্তু, আরও এক জায়গায় নাকি ভাগ্য 'রহস্য' লুকিয়ে থাকে। সেটা হল পিঠে। কীরকম?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কখনও খেয়াল করে দেখেছেন, অনেকের পিঠের নিচের দিকে ২টো ডিম্পল থাকে। ঠিক গোলাকার গর্তের মত দেখতে। পুরুষদের ক্ষেত্রে বলা হয় অ্যাপোলো হোলস। আর মেয়েদের ক্ষেত্রে বলা হয় ভেনাস হোলস। পিঠের নিচের দিকে পেলভিসের সংযোগস্থলে থাকে এই ডিম্পল ২টো। শরীরের এই অংশে কোনও পেশী থাকে না। কিছু লিগামেন্ট অবশ্য থাকে। তবে, সবার শরীরে আবার এই হোলস পাওয়া যায় না। যাঁরা ভাগ্যবান, একমাত্র তাঁদের দেহেই এই হোলস দেখতে পাওয়া যায়।



কী বোঝায় এই হোলস?


আসলে এই হোলস বুঝিয়ে দেয় দেহে পর্যাপ্ত রক্ত সঞ্চালন হচ্ছে কিনা। সেইসঙ্গে যাঁদের এই হোলস থাকে, তাঁদের যৌনজীবনও হয় উন্নত। এমনকী, এই হোলস নাকি অর্গাজমেও সাহায্য করে।


তাহলে আর কি? সব মিলিয়ে আপনি সৌভাগ্যবান হলেন কিনা!