ওয়েব ডেস্ক : হলদে-কালো ডোরাকাটা গায়ে রাজকীয় চাল... একটা 'হালুম' করলেই পিলে চমকে যায় অতি বড় পালোয়ানেরও... কিন্তু তাকে দেখার জন্য আকুতির কমতি নেই... একবার দেখা পেলেই জীবন সার্থক! সেইসব ব্যাঘ্রপ্রেমীদের জন্য এটা নিঃসন্দেহে একটা দারুণ খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অসমের কাজিরাঙা টাইগার রিজার্ভ ফরেস্টে একধাক্কায় বেশ অনেকটা বাড়ল বাঘের সংখ্যা। এই মুহূর্তে কাজিরাঙা টাইগার রিজার্ভ ফরেস্টে বাঘের সংখ্যা ১০৪টি। এই সংখ্যাটি সর্বোচ্চ ১১৭-ও হতে পারে। প্রায় ৮৬০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত কাজিরাঙা টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যেই রয়েছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক ও বুরাচাপোরি।


গত তিন বছর ধরেই অবশ্য কাজিরাঙায় বাড়ছে বাঘের সংখ্যা। ২০১৪ সালে যেখানে ৮৩টি বাঘ ছিল। সেখানে এখন ১০৪টি বাঘের হিসেব পাওয়া গেছে।  অর্থাত্ বর্তমান হিসেবের নিরিখে, এখন প্রতি ১০০ বর্গকিলোমিটারে ২১টি করে বাঘ রয়েছে কাজিরাঙায়।


আরও পড়ুন, মোমো খেলে ক্যান্সার হবে? বিশেষজ্ঞরা কী বলছেন