মেষ: আপনার আজকের দিনটি মধ্যম। পিঠের ব্যথায় কষ্ট হতে পারে । কর্মক্ষেত্রে আপনার অভিনবত্বের ছাপ রাখুন । সৌন্দর্য্য ও প্রসাধনী দ্রব্যের ব্যবসায়ে যুক্ত ব্যক্তিরা অর্থ বিনিয়োগ করুন । প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সফলতা পাবেন । 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃষ: আপনার আজকের দিনটি মধ্যম । অপ্রিয় কোনও কথা আজ না বলাই ভাল । সময়োচিত সিদ্ধান্ত ও বুদ্ধিমত্তার দ্বারা ব্যবসায়িক কোনও সিদ্ধান্ত কার্যকর হতে পারে । বিদ্যার্থীরা স্মৃতি বিভ্রমের দরুন শুভ ফল পাবেন না । 


মিথুন: আপনার আজকের দিনটি মধ্যম । গুরুজনের শারীরিক অসুস্থতায় সমস্যা হতে পারে । গৃহবাড়ি নির্মাণ নিয়ে প্রিয়জনের সাথে কোনও পরিকল্পনা করতে পারেন । কর্মের কারণে দূর ভ্রমণের যোগ ।


কর্কট: আপনার আজকের দিনটি শুভাশুভ মিশ্রিত । মানসিক অস্থিরতার কারণে অনিদ্রাজনিত সমস্যা আসতে পারে । পরিচিত জনের কারসাজিতে প্রতারিত হওয়ার যোগ । সৃষ্টি জগতের সাথে যুক্ত থাকলে সফলতা পাবেন । 


সিংহ: আপনার আজকের দিনটি শুভ । পারিবারিক কোনও সমস্যা সমাধানে বন্ধুর সক্রিয় সহযোগিতা পাবেন । যাঁরা কোনওপ্রকার পার্টনারশিপ ব্যবসার কথা ভাবছেন তারা পার্টনারের সাথে আলোচনা করতে পারেন । 


কন্যা: আপনার আজকের দিনটি মধ্যম । অতিরিক্ত উচ্চাশা বিপত্তির সৃষ্টি করবে । যানবাহন ও ফিনান্সিয়াল সংক্রান্ত কর্মে নিযুক্ত থাকলে শুভ ফল পাবেন । কর্মক্ষেত্রে কোনও রকম শত্রুতা থেকে সাবধান থাকুন । কারিগরি বিদ্যার প্রশিক্ষণে যুক্ত থাকলে বাড়তি উপার্জনের যোগ । 


তুলা: আপনার আজকের দিনটি মধ্যম । কানের কোনও সমস্যায় ভুগতে হতে পারে । কোনও বিষয়ে অতিরিক্ত আশাবাদী হবেন না । আজ কোনও আটকে থাকা অর্থের প্রাপ্তি ঘটতে পারে । 


বৃশ্চিক: আপনার আজকের দিনটি শুভ । ঠাণ্ডাজনিত সংক্রমণ থেকে সাবধান থাকুন । সকলক্ষেত্রে বুঝেশুনে চলার দিন । তাই গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত আজ না নেওয়াই ভাল । কনস্ট্রাকশন বা রিয়েল এস্টেট সংক্রান্ত কোনও কর্মে নিযুক্ত থাকলে বাড়তি উপার্জন লাভের যোগ । 


ধনু: আপনার আজকের দিনটি শুভাশুভ মিশ্রিত । আত্মবিশ্বাস ও মানসিক বলই আজ আপনাকে এগিয়ে নিয়ে যাবে । অভিনয় বা চারুকলা জগতের সাথে যুক্ত ব্যক্তিরা কর্মে সফলতা পাবেন । 


মকর: আপনার আজকের দিনটি মধ্যম । বাতজ ব্যথায় কষ্ট হতে পারে । সকল ক্ষেত্রে আজ নিরপেক্ষ মত প্রদান করুন । খাদ্যদ্রব্যের সাথে যুক্ত ব্যবসায়ে অর্থ বিনিয়োগে লাভবান হবার যোগ ।


কুম্ভ: আপনার আজকের দিনটি মধ্যম । পায়ের হাড় বৃদ্ধির সমস্যায় হাঁটা চলায় অসুবিধা হতে পারে। বিদ্যার্থীরা নিজ কৃতিত্বের সম্মান পাবেন । পারিবারিক কোনও সমস্যা সমাধানে গুরুজনের পরামর্শকে কাজে লাগান ।


মীন: আপনার আজকের দিনটি মধ্যম । মানসিক স্থিরতা থেকে সকল সিদ্ধান্তগুলি নিন । কর্মক্ষেত্রে আপনার দক্ষতার মূল্য না পাওয়ায় হতাশা বাড়তে পারে । বহুদিনের কোনও সম্পর্কে সমস্যা আসতে পারে ।