ওয়েব ডেস্কঃ মাথা থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও ফাঁকা নেই। সারা শরীর জুড়ে নানারকম শিল্পকলা। প্রায় গোটা এশিয়াটাকেই সঙ্গে নিয়ে ঘোরেন ব্রিটেনের সর্বাধিক ট্যাটু করা মানুষ টনি বার্টন। সেই ছোটবেলা থেকে শুরু করে এ পর্যন্ত চারবার গোটা শরীরকে ট্যাটু দিয়ে ঢেকে ফেলেছেন টনি। বাদ রেখেছেন শুধু মুখ আর পায়ের পাতা দুটি। ট্যাটু করাটাই তাঁর নেশা।
১২ বছর বয়সে করিয়েছিলেন প্রথম ট্যাটু। সেটা ছিল একটা ছোট্ট ড্যাগার আর মাথার খুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আধ ঘন্টার সেই ট্যাটু করতেই কেঁদে ভাসিয়ে দিয়েছিলেন। খুব তারাতারি অবশ্য ব্যথার সঙ্গে দোস্তি করে নিয়েছিলেন। নেশা হয়ে দাঁড়ায় ট্যাটু করা। একটানা ১৮ ঘণ্টা ধরে করিয়েছেন দুই হাত জুড়ে ট্যাটু। টমের গোটা শরীর জুড়ে এখন ড্রাগন, বাঘ থেকে শুরু করে দেবদেবী, নানারকম ঘরবাড়ি এশিয়ান আর্ট অসংখ্য থিম। ১৮ বছর ধরে বানানো তাঁর এই শিল্পকলা এখন রীতিমতো দেখার জিনিস। যেখানেই যান লোকে দাঁড় করিয়ে ছবি তুলে রাখেন ‘ট্যাটু ম্যান’-এর। তিনি যেন এশিয়ান সংস্কৃতির জলজ্যান্ত বিজ্ঞাপন। ট্যাটু অবশ্য টনির তিন ছেলেমেয়েদেরও বড্ড পছন্দের। ছোট ছেলেটি তো পেন দিয়েই গায়ে আঁকে ট্যাটু বাবার মতো হবে বলে।