ওয়েব ডেস্ক: সাল ২০১৪। বছর ভর ঘটেছে বহু ঘটনা। তার মধ্যেই কিছু কিছু ঘটনা ভাবিয়েছে, কিছু কিছু নাড়িয়ে দিয়েছে, আবার কোনও ঘটনা কপালে জুটেছে সমবেত ধিক্কার। এমনই কিছু ঘটনাকে কখনও ব্যঙ্গ করতে, কখনও বা সম্মান জানাতে নিজেদের অ্যাড ক্যাম্পেনে তুলে এনেছে আমূল। দেখে নেব ২০১৪ সালের সেরা আমূল ক্যাম্পেন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


 


চলতি বছরের ১৮ জানুয়ারি মারুতি সুজুকির গুরগাঁও শাখায় তৈরি হয় শেষ মারুতি ৮০০ গাড়ি। আমূলের অ্যাডে উঠে এসেছিল সেই ঘটনা।



 


ফেব্রুয়ারি মাসে ১৯ বিলিয়ন মার্কিন ডলারে হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেসবুক।


 



 


এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট ঘোষণা করে ট্রান্সজেন্ডার মানুষরা এবার থেকে 'তৃতীয় লিঙ্গ' হিসেবে পরিগণিত হবেন।



 


মে মাসে সরকার গঠনের সময় নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কের অন্তর্ভূক্ত দেশের প্রধানদের আমন্ত্রণ জানান মোদী।


 



 


মে মাসেই বন্ধ হয়ে যায় হিন্দুস্তান মোটরের অ্যাম্বাসাডর উত্‍পাদন।



 


জুন মাসের ২ তারিখ দেশের ২৯তম রাজ্যের স্বীকৃতি পেল তেলেঙ্গানা।



 


জুন মাসের গরমে অতিরিক্ত দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হয়েছিল দেশবাসীর।


 



 


জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে সংসদ অধিবেশনের মাঝেই ঘুমিয়ে পড়েন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী।



 


জুলাই মাসে শুরু হয় প্রো-কবাডি লিগ।



 


অগাস্ট মাসে দেশের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি ঘোষণা করেন ইয়েল ইউনির্ভাসিটির ডিগ্রি রয়েছে তার। হাসির পাত্রী হয়ে ওঠা স্মৃতিও উঠে এসেছেন আমূলের অ্যাড ক্যাম্পেনে।



 


অগাস্ট মাসেই আমূলের অ্যাড ক্যাম্পেনে জায়গা করে নেন সারা বছর শিরোনামে থাকা জুটি বিরাট-অনুষ্কা।



 


সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ মঙ্গলের কক্ষপথে পৌঁছয় ভারতের মঙ্গলযান। কিলোমিটার প্রতি অটোরিক্সার থেকেও কম খরচায় মঙ্গলে পৌঁছে যায় ভারত।



 


নভেম্বর মাসে পার্সিদের নিয়ে অ্যাড ক্যাম্পেন বিতর্ক তৈরি করে।



 


ডিসেম্বর মাসে সঙ্ঘ পরিবারের ধর্মান্তরণও উঠে এসেছে আমূলের ক্যাম্পেনে।